কলকাতা: চলছে বাংলার সব থেকে বড় উৎসব৷ চলছে দেবী দুর্গার পুজো৷ অথচ বর্ষা গিয়েও যাচ্ছে না৷ পুজোতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷ কিন্তু তাই বলে করোনার জেরে গোটা বছরটা ঘরে কাটালেও, পুজোতে তো বাড়ির কচিকাচারা বেরনোর জন্য বায়না করবেই৷ তবে এক্ষেত্রে অভিভাবকদের সতর্ক হতে হবে৷ কারণ এই সময় বাড়ছে শিশুদের অজানা জ্বর। কয়েকটি লক্ষণ দেখলেই সতর্ক হতে হবে। এই সময় শিশুর জ্বরকে সিজন চেঞ্জের জ্বর বলে অগ্রাহ্য করা উচিত হবে না।
যেসব লক্ষণ দেখলে ফেলে রাখা যাবে না
সর্দি-কাশি হলে ফেলে রাখা যাবে না৷
শ্বাসকষ্ট বা অন্যান্য সিম্পটম দেখলে সত্ত্বর চিকিৎসকের পরামর্শ নিতে বলা হচ্ছে৷ অজানা জ্বরের ভাইরাস প্রকোপ বাড়িয়ে ফুসফুসে ছড়িয়ে পড়ছে৷ তখন অক্সিজেন সাপোর্ট দিতে হতে পারে৷
জ্বর ৫-৬ দিন ধরে রয়েছে এবং ওষুধ খেয়ে সেরে গেলেও, আবার ফিরে আসছে।
বাচ্চা নেতিয়ে পড়ছে।
২-৩ দিনে জ্বর না কমলে এবং শারীরিক অবস্থার অবনতি হলে, সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হবে।
খাওয়া-দাওয়া বন্ধ করে দিচ্ছে।
অল্পেতেই হাঁপিয়ে উঠছে৷
পাঁজরার হাড় ভিতরের দিকে ঢুকে গেলে, সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।