ওয়াশিংটন: লকডাউনের পর আনলকের পথ চলেছে দেশ। কিন্তু এখনও বহু জায়গায় করোনার সংক্রমণ এড়াতে চলছে লকডাউন। বাংলাতেই তো সপ্তাহে দুদিন লকডাউন চলবে। আর এর মধ্যে বাড় বন্দি হওয়ায় বেড়েছে মানুষের যৌন চাহিদা। কিন্তু এই পরিবেশে সঙ্গম কি নিরাপদ? যৌনতা থেকে কি ছড়াতে পারে করোনা?
আরও পড়ুন- লকডাউনে তুঙ্গে শারীরিক চাহিদা! ৬৫% সেক্স টয় বিক্রি বেড়েছে ভারতে
কিছুদিন আগে কয়েকজন গবেষক বলেছিলেন, সঙ্গম থেকে করোনার জীবাণু ছড়ানোর আশঙ্কা নেই। কিন্তু সত্যিই কি চাই? কিছু গবেষক কিন্তু আবার তাঁদের সেই দাবি নস্যাৎ করে দিয়েছেন। তাঁদের মতে করোনা আক্রান্ত পুরুষের বীর্যেও জীবাণু পাওয়া গিয়েছে। এমনকী আক্রান্ত সুস্থ হয়ে যাওয়ার পর বেশ কিছু দিন তাঁর সঙ্গে সঙ্গম নিরাপদ নয়। বিদেশের এক হাসপাতালে করোনার চিকিৎসাধীন তিরিশ জনেরও বেশি পুরুষের মধ্যে একটি সমীক্ষা চালানো হয়েছিল। তাঁদের মধ্যে প্রায় ৬ জনের বীর্যে করোনার জীবাণুর সন্ধান পাওয়া যায়। তাঁদেরর মধ্যে আবার চারজন গুরুতর অসুস্থ। তবে বীর্যে কতদিন এই জীবাণু স্থায়ী হয়, তা নিয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। সঙ্গমের সময় আক্রান্তের শরীর থেকে সঙ্গীর শরীরে করোনা প্রবেশ করতে পারে কিনা, জানা যায়নি তাও। এই নিয়ে আরও বিস্তারিত গবেষণার প্রয়োজন বলে জানিয়েছেন গবেষকরা।
আরও পড়ুন- আপনার সঙ্গী কতটা ভালবাসে আপনাকে? জবাব আছে জড়িয়ে ধরার ধরনে
মূলত করোনা আক্রান্তের শ্বাস-প্রশ্বাস থেকে ছড়াতে পারে করোনা। এছাড়া থুতু, কফ, সর্দি থেকেও করোনা সংক্রমণের সম্ভাবনা প্রবল। এমনকী কিছু কিছু গবেষকদের মতে অনেক সময় চোখের জল, রক্ত-সহ আরও ১৯ রকম দেহতরল থেকেও করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তবে করোনা যৌনতা থেকে ছড়ায় কিনা এ বিষয়ে কোনও স্পষ্ট প্রমাণ না পাওয়া গেলেও একই গোত্রের জিকা, ইবোলা ভাইরাস যৌন মিলন থেকে ছড়াতে পারে। তাই 'প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর' এই নীতিতেই বিশ্বাস করা ভাল। চিকিৎসকদের মতে তাই, “আক্রান্ত পুরুষরা সেরে ওঠার ১৪ দিন পর্যন্ত তাদের সঙ্গে যৌন মিলন না করাই ভাল।” কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। অনেক সময় করোনা রোগীর শরীরে কোনও উপসর্গ দেখা যায় না। সেক্ষেত্রে কি যৌন মিলন নিরাপদ?