ওয়াশিংটন: প্রতিদিনের বর্দ্ধিত নিশ্চিত সংক্রমণের নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলকেও হার মানাচ্ছে ভারত। ব্লুমবার্গের করোনাভাইরাস ট্র্যাকার অনুসারে ভারতে করোনাভাইরাসে সংক্রামণের হার এখন বিশ্বের সবচেয়ে দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে, গত সপ্তাহে ২০% বৃদ্ধি পেয়ে নিশ্চিত সংক্রমণের সংখ্যা ১.৪ মিলিয়নেরও বেশি।
সোমবার করোনায় মৃত্যুর সংখ্যা প্রায় ৫০,০০০ কাছাকাছি পৌঁছেছে। ১৩০ কোটি জনসংখ্যার দেশে সোমবার মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ছাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজার ৭০৩ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। এই বৃদ্ধির জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ১৪ লক্ষ ৮৩ হাজার ১৫৬। মূলত মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ এবং কর্ণাটকের মত রাজ্যগুলিতে দৈনিক সর্বাধিক সংখ্যক সংক্রামণ বৃদ্ধি এই পরিস্থিতির জন্য দায়ী।
এদিকে দেশগুলিতে যেখানে সংক্রমণ এই হারে বাড়ছে। সেখানে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা অনুসারে করোনা পরীক্ষার হারে সবথেকে পিছিয়ে ভারত ও ব্রাজিল। প্রতি ১,০০০ জনে ভারতে টেস্টের হার ১১.৮ এবং ব্রাজিলে ১১.৯৩। তুলনায় প্রতি হাজারে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৫২.৯৮ জন এবং রাশিয়ায় ১৮৪.৩৪ জন। একটানা ৭০ দিন কঠোর লকডাউনের পর এখন আনলক-থ্রি'র প্রস্তুতি নিচ্ছে ভারত। কিন্তু ধীরে ধীরে লকডাউনের শিথিলতা গত মাসে থেকে সংক্রমণ উর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। জুনের শেষ অবধি, সংক্রমণের ইতিবাচক হার ৮% এর নীচে ছিল। শুধুমাত্র জুলাই মাসেই এই হার দ্বিগুণ হয়েছে। যদিও স্বাস্থ্য মন্ত্রকের দাবি সংক্রমণ ও মৃত্যুর নিরিখে সুস্থতার হার যথেষ্টই তাৎপর্যপূর্ণ।