মুম্বইয়ে মৃত তরুণের হৃদ জুড়ল দমদমের অনুসূয়ার শরীরে

কলকাতা: ফের অঙ্গ প্রতিস্থাপনে নজির গড়ল কলকাতা৷ মুম্বইর তরুণ ওঙ্কার লুদভের দুর্ঘটনায় ব্রেন ডেথ হওয়ার পরে তাঁর হৃদযন্ত্র সফল প্রতিস্থাপিত হল দমদমের বাসিন্দা অনুসূয়া অধিকারীর দেহে৷ মঙ্গলবার, রাতে কলকাতা বিমান বন্দর থেকে গ্রিন করিডরের মাধ্যমে হার্ট নিয়ে যাওয়া হয় কলকাতার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে৷ ১৮ কিলোমিটার রাস্তা যেতে সময় লাগে মাত্র ১৬ মিনিট৷ অস্ত্রোপচারের

মুম্বইয়ে মৃত তরুণের হৃদ জুড়ল দমদমের অনুসূয়ার শরীরে

কলকাতা: ফের অঙ্গ প্রতিস্থাপনে নজির গড়ল কলকাতা৷ মুম্বইর তরুণ ওঙ্কার লুদভের দুর্ঘটনায় ব্রেন ডেথ হওয়ার পরে তাঁর হৃদযন্ত্র সফল প্রতিস্থাপিত হল দমদমের বাসিন্দা অনুসূয়া অধিকারীর দেহে৷

মঙ্গলবার, রাতে কলকাতা বিমান বন্দর থেকে গ্রিন করিডরের মাধ্যমে হার্ট নিয়ে যাওয়া হয় কলকাতার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে৷ ১৮ কিলোমিটার রাস্তা যেতে সময় লাগে মাত্র ১৬ মিনিট৷ অস্ত্রোপচারের পরে আপাতত অনুসূয়া অধিকারীর শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল বলে হাসপাতালের তরফে জানানো বয়েছে৷ আগামী ৪৮ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে৷ এই নিয়ে অষ্টমবার হৃদযন্ত্রের সফল প্রতিস্থাপন হল কলকাতায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + seventeen =