ডেঙ্গু রুখতে কতটা কার্যকর পেঁপে? পড়ুন বিস্তারিত

কলকাতা: ডেঙ্গুর বাহক এডিস মশা৷ এডিস মশা এই ভাইরাস বহন করলেও তার ওই রোগ হয় না৷ অথচ সেই মশা কোন মানুষকে কামড়ালে তার মধ্যে ভাইরাস সংক্রমিত হয়৷ চার ধরনের ডেঙ্গু ভাইরাস রয়েছে৷ এই রোগের প্রথম লক্ষণ, রোগীর জ্বর আসে৷ জ্বর ১০৪ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে যেতে পারে৷ সঙ্গে থাকতে পারে মাথা ব্যথা৷ বমি ভাব৷ মোটামুটি

ডেঙ্গু রুখতে কতটা কার্যকর পেঁপে? পড়ুন বিস্তারিত

কলকাতা: ডেঙ্গুর বাহক এডিস মশা৷ এডিস মশা এই ভাইরাস বহন করলেও তার ওই রোগ হয় না৷ অথচ সেই মশা কোন মানুষকে কামড়ালে তার মধ্যে ভাইরাস সংক্রমিত হয়৷ চার ধরনের ডেঙ্গু ভাইরাস রয়েছে৷ এই রোগের প্রথম লক্ষণ, রোগীর জ্বর আসে৷ জ্বর ১০৪ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে যেতে পারে৷ সঙ্গে থাকতে পারে মাথা ব্যথা৷ বমি ভাব৷ মোটামুটি প্রথম থেকে ৫ দিন ডেঙ্গুর উপসর্গ এমনই থাকে৷ তবে ডেঙ্গু জটিলতা মারাত্মক আকার ধারণ করতে পারে৷ ফলে, চিকিৎসা অত্যন্ত প্রয়োজন৷ তবেস জানেন কি, ডেঙ্গু প্রতিরোধে কতটা কার্যকর পেঁপে পাতা?

ডেঙ্গু প্রতিরোধে পেঁপ ও তার পাতা দু’টিই গুরত্বপূর্ণ৷ রোগীর বমি করার প্রবণতা থাকলে পেঁপে পাতার রস না খাওয়ানো ভালো৷ পেঁপে পাতার রস ডেঙ্গুর ভাইরাস দমনে কোনও সাহায্য না করলেও প্লেটলেট নিয়ন্ত্রণ করে৷ ডেঙ্গু ভাইরাস অনেকের দেহে রক্তক্ষরণ শুরু করিয়ে দেয়৷ প্লেটলেট কাউন্ট কমে যায়৷ রোগীর দেহের অণুচক্রিকাও ভেঙে পড়ে৷ ক্রমশ প্লেটলেট কাউন্ট কমে যেতে থাকে৷

পেঁপে পাতার রসে থাকা বিশেষ একটি উপাদান৷ প্লেটলেট ফিক্সেসিং প্রপার্টি প্লেটলেটের স্বাস্থ্য ভালো রাখে বলে মনে করেন চিকিৎসকদের একাংশ৷ নতুন প্লেটলেট তৈরি হতেও সাহায্য করায় ডেঙ্গু ভাইরাসের আক্রমণের মারাত্মক ফলাফল থেকে দূরে থাকা সম্ভব হয়৷

একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক পাঁচ মিলিগ্রামের কম পেঁপে পাতার রস পান করা প্রয়োজন৷ রোগীকে পাকা ফলের রস পান করানো যেতে পারে৷ পেঁপে পাতা ও পেঁপে ফলের সঙ্গে ডেঙ্গু রোগীর চিকিৎসার প্রয়োজন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =