পোস্ট করোনায় যেতে পারে শ্রবণশক্তিও!

পোস্ট করোনায় যেতে পারে শ্রবণশক্তিও!

কলকাতা: করোনা থেকে সেরে ওঠার পরও শরীরে নানারকম সমস্যার কথা জানা যাচ্ছে অনেক দিন ধরেই। তবে এবার এক ভয়ঙ্কর তথ্য জানা গেল এক মেডিক্যাল জার্নালে। MIT and Massachusetts Eye and Ear- এর গবেষণা থেকে জানা গিয়েছে যে, কোভিড ১৯ থেকে সেরে ওঠার পর হাঁটাচলা করতে গিয়ে ভারসাম্যের সমস্যা দেখা দিচ্ছে। ঝিমুনি ভাবও দেখা যাচ্ছে। এমনকি শ্রবণশক্তিও হারানোর সম্ভাবনা রয়েছে। 

গবেষণায় জানা গিয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত হলে কানে ভিতরের কোষের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে ভারসাম্য ও শ্রবণশক্তি দুই-ই ক্ষতিগ্রস্ত হয়। গবেষকদের মতে, ‘এখন SARS-CoV-2 নিয়ে গবেষণার সঙ্গে সঙ্গেই শ্রবণশক্তি চলে যেতে পারে এমন ভাইরাস নিয়ে গবেষণা করা প্রয়োজন৷’ করোনা ছড়ানোর আগেই দু’জন গবেষক ইনার ইয়ারের বিভিন্ন ধরনের ইনফেকশন নিয়ে গবেষণার উদ্দেশে সেলুলার মডেল তৈরি করার কাজ শুরু করেন। করোনা ছড়িয়ে পড়ার পর, অনেকে শ্রবণশক্তি হারিয়ে বা ব্যালেন্সের সমস্যা নিয়ে চিকিৎসকের দ্বারস্থ হচ্ছেন, যাঁদের বিভিন্ন পরীক্ষা করতে গিয়ে দেখা যায়, তাঁরা কোভিড পজিটিভ। তবে এই বিষয়টি  কাকতালীয় না সম্পর্কযুক্ত তা বুঝতে বিশেষজ্ঞরা কোষ নিয়ে নানা গবেষণা করেন৷ সেখানেই দেখা যায়, SARS-CoV-2 ভাইরাসে কানে শোনার ক্ষমতা ক্ষতিগ্রস্থ হতে পারে। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =