কলকাতা: সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীদের জন্য ইউনিক আইডেনটিফিকেশন নম্বর তৈরি করছে স্বাস্থ্য দপ্তর। সেই নম্বর কম্পিউটারে দিয়ে ক্লিক করলেই বেরিয়ে আসবে রোগীর চিকিৎসা সংক্রান্ত সমস্ত তথ্য। একবার নম্বরটি তৈরি হলে ভবিষ্যতে রাজ্যের যে কোনও সরকারি হাসপাতাল বা মেডিক্যাল কলেজের আউটডোর, ইমার্জেন্সি বা ইনডোরে ডাক্তার দেখাতে বা ভর্তি হতে অসুবিধা হবে না।
এমনকী চিকিৎসা সংক্রান্ত পুরনো কাগজপত্রও বয়ে বেড়াতে হবে না। ইউনিক আইডি জানালেই হবে। বেরিয়ে আসবে রোগীর এতদিনকার অসুখ ও তার চিকিৎসা সংক্রান্ত সমস্ত প্রেসক্রিপশন, রোগ ও রক্তপরীক্ষার রিপোর্ট। যুগান্তকারী পরিবর্তন আসবে সরকারি স্বাস্থ্যক্ষেত্রে। ঠিক যেমনটা আছে বড় বেসরকারি হাসপাতালগুলিতে। প্রথমবার রোগী দেখালেই সেখানে তৈরি হয় ‘মাস্টার রেজিস্ট্রেশন’ বা ‘এমআর নম্বর’। পরে সেই নম্বর জানালেই সব তথ্য বেরিয়ে আসে।