করোনার সময় বেড়াতে যেতে হলে এইসব সাবধানবাণী মেনে চলুন

করোনার সময় বেড়াতে যেতে হলে এইসব সাবধানবাণী মেনে চলুন

কলকাতা: করোনার দাপট খানিকটা কমতেই তৃতীয় ঢেউয়ের চোঙ রাঙানি সত্ত্বেও বেড়ানোর জন্য মন উড়ু উড়ু করছে? তবে এই একজনের বেড়াতে যাওয়া মানেই করোনা পরিস্থিতিতে তৃতীয় ঢেউয়ের আসাটা একটু হলেও ত্বরাণ্বিত করে৷ ফলে একটু সচেতনতা ভীষণ প্রয়োজন৷ এনিয়ে বিভিন্ন সময় সংবাদমাধ্যমে চিকিৎসকদের মতামত শোনা যাচ্ছে৷ একবার দেখে নেওয়া যাক সেগুলো৷

শহর বাদ দিয়ে প্রাকৃতিক পরিবেশে ভিড় এড়িয়ে বেড়াতে যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা৷ সেখানেও অন্য পর্যটকদের সঙ্গে বিশেষ মেলামেশা না করতেই বলছেন৷ হোটেল বাদ দিয়ে পারলে হোমস্টেগুলোয় থাকতে পারলে ভালো৷  কিন্তু হোটেল বাদ দিতে বললেই, সব সময় তা বাদ দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই হোটেলে থেকেও সংক্রমণ এড়ানোর জন্য কী করবেন?

হোটেল কর্তৃপক্ষের ওপর নির্ভর না করে হোটেলের ঘরে প্রবেশ করা মাত্র নিজে ভালো করে তা জীবাণুমুক্ত করার কাজটি সেরে নেওয়া দরকার। একটু বেশি পরিমাণে স্যানিটাইজার সঙ্গে রাখলেই অনেকটা সহজ হয়ে যাবে কাজ।

বাথরুমের কল, দরজার হাতলের মতো ধাতব জিনিসগুলি নিয়ে সচেতনতা বজায় রেখে চলতে হবে৷ তাই হোটেলের ঘর স্যানিটাইজ করার পরের কাজটি হবে এই সব ধাতব জিনিস স্যানিটাইজ করা। ঘরের ভিতর যে সব জীবাণু জমা থাকে, তা দূর করতে ঢুকেই জানলা খুলে দিন। প্রাকৃতিক হাওয়া চলাচল করলে জীবাণু থেকে সংক্রমিত হওয়ার আশঙ্কা অনেকটাই কমবে। ঘরের ভিতর রোদ ঢুকলে তো আরও ভালো কথা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 5 =