নয়াদিল্লি: গত জানুয়ারি মাস থেকে দেশজুড়ে চলছে করোনাভাইরাস টিকাকরণ কর্মসূচি। ইতিমধ্যে বেশ কয়েক কোটি মানুষ ভ্যাকসিন পেয়ে গিয়েছেন এবং বাকিদের ভ্যাকসিন দেওয়ার কাজ পুরোদমে চলছে। ইতিমধ্যে দেশে করোনাভাইরাস ভ্যাকসিন নেওয়ার পর প্রথম মৃত্যুর খবর সামনে আসছে। এমনই চাঞ্চল্যকর রিপোর্ট দিয়েছে সরকারি প্যানেল।
এএফএফআই বা ‘অ্যাডভান্স ইনভেন্স ফলোইং ইমিউনাইজেশন’-এর রিপোর্ট বলছে, ভারতের ইতিমধ্যে করোনাভাইরাস ভ্যাকসিন নেওয়ার পর একজনের মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ হিসেবে সরাসরি ভ্যাকসিনকেই মনে করা হচ্ছে এবার। এখনো পর্যন্ত ভ্যাকসিন নেওয়ার পর দেশে ২৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর ছিল কিন্তু তাদের মৃত্যুর সঙ্গে ভ্যাকসিনের কোন সম্পর্ক নেই বলেই জানানো হয়েছিল। কিন্তু এবার বিষয়টি অন্য। জানা গিয়েছে, ভ্যাকসিন নেওয়ার পর মোট ৩১ জনের শরীরে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছিল তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি গত মার্চ মাসে ভ্যাকসিন নিয়েছিলেন তার পরেই তিনি অ্যানাফিলাক্সিসে আক্রান্ত হন। এটি হল মারাত্মক পরিমাণে এলার্জির রূপ। এই মৃত্যুর ব্যাপারে সরকারি প্যানেল জানিয়েছে, ভ্যাকসিন নেওয়ার পর এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের, এবং এটি দেশে প্রথম ঘটনা। যার মৃত্যু হয়েছে তিনি ৬৮ বছরের এক বৃদ্ধ। উল্লেখ্য এই একই রোগে আক্রান্ত হয়েছিলেন এক মহিলা এবং এক ব্যক্তি। দুজনে আপাতত চিকিৎসার পরে সুস্থ।
করোনা ভাইরাস ভ্যাকসিন ইতিমধ্যেই একাধিক তথ্য সামনে এসেছে যা নিয়ে আলোচনা চলছে প্রত্যেক দিন। চিকিৎসক মহলের একাংশের দাবি, করোনা ভাইরাস ভ্যাকসিন সংক্রমণ আটকাতে নয় মৃত্যু আটকাতে তৈরি হয়েছে এবং সেই প্রেক্ষিতে ভ্যাকসিন যথেষ্ট কার্যকরী। অন্যদিকে ভ্যাকসিন নিয়ে অনেকের মনেই ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে যা নিয়ে সমস্যা আরো দিন দিন বাড়ছে। টিকাকরণ কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই সমালোচিত হয়েছে কেন্দ্রীয় সরকার। তবে এবার এই ভ্যাকসিন নেওয়ার পর মৃত্যুর খবর যে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি করবে দেশবাসীর মনে তা বলাই বাহুল্য।