আঙুলে সূচ ফোটালেই ধরা পড়বে ক্যানসার! বাঁচবে লক্ষ লক্ষ প্রাণ

কলকাতা: কোভিডকে হার মানিয়ে নতুন করে ছন্দে ফিরেছে বিশ্ব৷ তবে এখনও ক্যানসারের মতো মারণ রোগকে সম্পূর্ণভাবে পরাস্ত করার অস্ত্র খুঁজে পাননি বিজ্ঞানীরা৷ ফলে আতঙ্ক এখনও রয়েই গিয়েছে। ক্যান্সার আজও চিকিৎসা বিজ্ঞানের কাছে বড় চ্যালেঞ্জ৷ এর সবচেয়ে বেশি সমস্যা হল, এই রোগ গোড়ার দিকে প্রায় ধরা পড়েই না। কারণ বেশির ভাগ মানুষের ক্ষেত্রেই এর উপসর্গ বোঝা যায় না৷ চিকিৎসকরা বলছেন, যদি গোড়তেই এই রোগকে চিহ্নিত করা যায়, তাহলে তা সারিয়ে তোলাও অনেক সহজ হয়ে ওঠে৷ সেই কাজটি করতেই এক নতুন পরীক্ষাপদ্ধতি আবিষ্কার করলেন বিজ্ঞানীরা। আঙুলের ডগায় সূচ ফোটালেই ধরা পড়বে ব্রেন ক্যানসারের মতো মারাত্মক ব্যধি৷
নটিংহ্যাম ট্রেন্ট ইউনিভার্সিটির একদল গবেষক এই ক্যানসার নির্ণায়ক পদ্ধতির আবিষ্কার করেছেন। তাঁরা জানিয়েছেন, মস্তিষ্কে কয়েকটি বিশেষ ধরনের টিউমার খুব দ্রুত বাড়ে। এগুলি চট করে ধরাও পড়ে না। কিন্তু মাত্র ৬ মাসের মধ্যেই এগুলি বিরাট আকার ধারণ করে। এর ফলে বহু মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যায়। প্রতি বছর বিশ্বের প্রায় ২ লক্ষ মানুষ প্রাণ হারান এই জাতীয় ক্যানসারে। তবে এই রোগ আগে ভাগে চিহ্নিত করে ফেলতে পারলে চিকিৎসা অনেকটাই সহজ হয়ে যায়৷ সেই পথেই একধাপ এগিয়ে গেলেন বিজ্ঞানীরা৷