পৃথিবী জুড়ে ‘ডেল্টায়’ আক্রান্ত ২০ কোটি! কবলে ১৩৫ দেশ

পৃথিবী জুড়ে ‘ডেল্টায়’ আক্রান্ত ২০ কোটি! কবলে ১৩৫ দেশ

নয়াদিল্লি: ভারতে প্রথম পাওয়া গিয়েছিল করোনাভাইরাস এই নতুন প্রজাতি। এখন গোটা বিশ্ব জুড়ে তা ‘ডেল্টা’ নামে পরিচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেক আগে থেকেই এই নতুন প্রজাতিকে নিয়ে চিন্তায় ছিল। এবার সেই চিন্তা আরো ব্যাপকভাবে বৃদ্ধি পেল কারণ ইতিমধ্যেই গোটা বিশ্ব জুড়ে ২০ কোটিরও বেশি মানুষ এই প্রজাতিতে আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে ১৩৫ দেশ করোনাভাইরাস ডেল্টা প্রজাতির কবলে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, ইতিমধ্যেই পৃথিবীর ১৩৫ দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস ডেল্টা প্রজাতি। সবথেকে সংক্রামক প্রজাতি হিসেবে চিহ্নিত হয়েছে এটি। ভারতে এই প্রজাতির জন্যই করোনাভাইরাস তৃতীয় ঢেউ আসবে বলে ইতিমধ্যেই সংকেত বিয়ে দেওয়া হয়েছে। তবে তার আগেই গোটা বিশ্ব জুড়ে কার্যত দাপট দেখাচ্ছে করোনাভাইরাস ডেল্টা প্রজাতি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরো জানিয়েছে যে, ডেল্টা প্রজাতি ছাড়াও অন্যান্য করোনাভাইরাস প্রজাতি ইতিমধ্যে পৃথিবীর একাধিক দেশ সংক্রামিত করেছেন। তার মধ্যে রয়েছে আলফা প্রজাতি যা ১৮২ দেশে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। ওদিকে গামা প্রজাতি ছড়িয়েছে ৮১ দেশে। এর পাশাপাশি আরও আতঙ্কের বিষয় হল, বিগত কয়েক দিনের মধ্যেই সারা বিশ্বে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ৮ শতাংশ। 

আরও পড়ুন- ত্রিপুরায় অভিষেককে ‘খুনে’র চেষ্টা করেছে BJP, ডিজিপি-কে চিঠি তৃণমূলের

ডেল্টা প্রজাতি নিয়ে প্রথম থেকেই চিন্তা ছিল বিশেষজ্ঞ মহলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে দিয়েছিল, করোনাভাইরাস ডেল্টা প্রজাতির সংক্রামক রূপ সবথেকে বেশি প্রবল। অর্থাৎ এর সংক্রমণ ছড়ানোর ক্ষমতা অন্যান্য প্রজাতির থেকে অনেক বেশি। তাই অবশ্য ভাবে এই প্রজাতি নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে তাদের। বড় উদ্বেগের ব্যাপার হলো বেশিরভাগ দেশে এই প্রজাতি আটকানোর প্রয়োজনীয় পরিকাঠামো নেই। যার ফলে আগামী দিনে আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে এই ডেল্টা প্রজাতি বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের তরফ থেকে আরও জানানো হচ্ছে, স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহার করা আগের থেকেও বেশি বাধ্যতামূলক করতে হবে এই প্রজাতির সংক্রমণ আটকানোর জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 10 =