Aajbikel

সংক্রমণের হার কম হলেও মৃত্যুহার বেশি! 'নিপা' আতঙ্ক বাড়ছে দেশে

 | 
Covid

নয়াদিল্লি: করোনার ভীতি এখনও তরতাজা দেশবাসীর স্মৃতিতে। তারই মধ্যে নতুন করে মাথাচারা দিয়েছে 'নিপা ভাইরাস'। নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতিমধ্যেই দুজনের প্রাণহানীর মতো ঘটনা ঘটেছে কেরলে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য তা নিশ্চিতও করেছেন। অন্যদিকে বিশেষজ্ঞদের একটি কেন্দ্রীয় দল কেরলে পাঠানো হয়েছে পরিস্থিতি খতিয়ে দেখতে। কেরল সরকারকে নিপা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সহায়তা করছে তারা। 

জানা গিয়েছে, রাজ্যে আক্রান্তদের প্রায় সকলেই সে কোঝিকোড় জেলার বাসিন্দা। সংক্রমণ রুখতে ওই জেলার সাতটি গ্রামকে কনটেনমেন্ট জোন বলে ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কিছু স্কুল। গবেষকদের বক্তব্য, নিপা ভাইরাসের সংক্রমণের হার কম হলেও মৃত্যুহার তুলনায় অনেক বেশি। বুধবার কেরল বিধানসভায় সিপিআই বিধায়ক পি বালাচন্দ্রনের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, নিপা ভাইরাসের ‘বাংলাদেশ’ নামক যে রূপ আতঙ্কের কারণ হয়ে উঠেছে, তা মানুষ থেকে মানুষে সংক্রমিত হচ্ছে। এই পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্যবাসীকে অনুরোধ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। মঙ্গলবার তিনি বলেন, এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিন্তু সতর্ক থাকতে হবে। সতর্কতামূলক ব্যবস্থাগুলি মেনে চলতে হবে। করোনা ভাইরাসের মতোই এই ভাইরাস রুখতে সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা প্রয়োগ করতে বলা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মূলত বাদুড় থেকে নিপা ভাইরাসের সংক্রমণ ছড়ায়। পরবর্তীকালে অন্যান্য পশু এবং মানুষের শরীরে ছড়িয়ে থাকে। অনেক সময় শূকর থেকেও নিপা ভাইরাস ছড়াতে পারে বলে ভাইরাস বিশেষজ্ঞরা জানিয়েছেন।

Around The Web

Trending News

You May like