সরকারি হাসপাতালে আউটডোর টিকিট কাটুন অনলাইনে

কলকাতা: সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে চাহিদা৷ ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে চলছে ইঁদুর দৌড়! বদলে যাওয়া পরিস্থিতিতে দাঁড়িয়ে জনপ্রিয়তার শীর্ষে ডিজিটাল মাধ্যম৷ প্রযুক্তির হাত ধরে সরকারি পরিষেবায় এসেছে ডিজিটাল বিপ্লব৷ আর সেই বিপ্লব পৌঁছে গিয়েছে বাংলার চিকিৎসা পরিষেবার ক্ষেত্রেও৷ এবার সরকারি হাসপাতলের চিকিৎসা পরিষেবা পেতে দীর্ঘ লাইনে দাঁড়ানোর দিন কার্যত শেষ৷ আউটডোরে টিকিট কাটতে হাপিত্যেশ

সরকারি হাসপাতালে আউটডোর টিকিট কাটুন অনলাইনে

কলকাতা: সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে চাহিদা৷ ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে চলছে ইঁদুর দৌড়! বদলে যাওয়া পরিস্থিতিতে দাঁড়িয়ে জনপ্রিয়তার শীর্ষে ডিজিটাল মাধ্যম৷ প্রযুক্তির হাত ধরে সরকারি পরিষেবায় এসেছে ডিজিটাল বিপ্লব৷ আর সেই বিপ্লব পৌঁছে গিয়েছে বাংলার চিকিৎসা পরিষেবার ক্ষেত্রেও৷

এবার সরকারি হাসপাতলের চিকিৎসা পরিষেবা পেতে দীর্ঘ লাইনে দাঁড়ানোর দিন কার্যত শেষ৷ আউটডোরে টিকিট কাটতে হাপিত্যেশ করারও প্রয়োজনীয়তা ফুরিয়েছে৷ কেননা, রাজ্য সরকারের উদ্যোগে এখন থেকে বাড়িতে বসেই কাটা যাবে বিভিন্ন সরকারি হাসপাতালের আউটডোরের টিকিট৷ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অনলাই পরিষেবায় আউটডোরে টিকিট পাওয়া যাবে অনলাইনে৷ আউটডোরে টিকিটের পাশাপাশি দেখা যাবে রক্ত থেকে শুরু করে অন্য পরীক্ষার ফলাফল৷ আপাতত রাজ্যের প্রথম শ্রেণির ১৭টি হাসপাতালে আউটডোরে টিকিট কাটার সুযোগ থাকছে অনলাইনে৷ ২১টি বিভাগে দেখানো যাবে চিকিৎসক৷

সরকারি হাসপাতালে আউটডোর টিকিট কাটুন অনলাইনে
প্রথমে মোবাইল নম্বর নথিভুক্ত করাতে হবে৷ ছবি-পরীক্ষামূলক৷

কিন্তু, অনলাইনে আউটডোরে টিকিট কাটতে ঠিক কী কী করতে হবে আপনাকে? রাজ্য স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইট বলছে, এই পরিষেবা পেতে হলে প্রথমে www.wbhealth.gov.in-এ ওয়েবসাইটে যেতে হবে৷ সেখানে ই-গভর্ন্যান্স কলামে ‘ওপিডি টিকিট বুকিং’ অংশে ক্লিক করলে খুলে যাবে নতুন একটি পাতা৷ (ithealth.wbhealth.gov.in/Login.aspx) সেখানে মোবাইল নম্বর রেজিস্টার করাতে হবে৷ একটি ফর্ম পূরণ করে কাটা যাবে নির্দিষ্ট বিভাগেক প্রয়োজনীয় তারিখের আউটডোরের টিকিট৷

সরকারি হাসপাতালে আউটডোর টিকিট কাটুন অনলাইনে
ঠিক এমন একটি ফর্ম পূরণ করতে হবে৷ ফর্ম পূরণের পর সেভ করতে হবে৷ ছবি- পরীক্ষামূলক৷

অনলাইনে সাধারণ আউটডোর টিকিট কাটতে কোনও টাকা লাগবে না৷ সাধারণ আউটডোর টিকিটে দু’টাকা দিতে হয়৷ কিন্তু, অনলাইনে তা ফ্রি৷ যে দিন ডাক্তার দেখানোর কথা, তার ৭ দিন আগে থেকে ওই দিন বেলা ১১টা পর্যন্ত টিকিট কাটার অপশন খোলা থাকবে৷

সরকারি হাসপাতালে আউটডোর টিকিট কাটুন অনলাইনে
ফর্ম পূরণ করার পর সেভ করলে এমন একটি টিকিট চলে আসবে৷ ছবি-পরীক্ষামূলক৷

অনলাইনে আউটডোর টিকিটের প্রিন্ট-আউট নিয়ে আউটডোরের নির্দিষ্ট কাউন্টারে গেলেই বারকোর্ড স্ক্যান করে ওই টিকিটে স্ট্যাপ দিয়ে দেবেন কর্মীরা৷ সেটি নিয়ে সরাসরি ডাক্তার দেখানো যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + five =