নয়াদিল্লি: টিকা নিতে বাধা নেই অন্তঃসত্ত্বাদের৷ শিশু সদ্যোজাত হলেও টিকা নিতে পারেন মা৷ এমনই পরামর্শ জাতীয় টিকাকরণ উপদেষ্টা কমিটির৷ নতুন এক ধরনের গবেষণার সামনে এসেছে যেখানে দেখা গেছে করোনাভাইরাস টিকা নেওয়ার পর এর অন্তঃসত্ত্বা মহিলাদের ‘প্লাসেন্টা’ বা গর্ভপত্রের কোনরকম ক্ষতি হয়নি। এর থেকে দাবি করা হচ্ছে যে করোনাভাইরাস টিকাকরণ নিয়ে অন্তঃসত্ত্বাদের কোনরকম চিন্তার কারণ নেই। যদিও অন্তঃসত্ত্বা মহিলাদের ওপর করোনা ভাইরাস টিকার সম্পূর্ণ প্রভাব কী রয়েছে তা নিয়ে এখনো গবেষণা বর্তমান।
ভারতে এখনো পর্যন্ত গর্ভবতী মহিলাদের এবং সদ্য মা হওয়া মহিলাদের টিকাকরণ থেকে দূরে থাকতে বলা হয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ব্রাজিল সহ একাধিক দেশ এইরকম কোন নিয়ম জারি করেনি। অন্তঃসত্ত্বাদের করোনা ভ্যাকসিন প্রদান করা নিয়ে যে গবেষণা সামনে এসেছে সেখানে উল্লেখ করা হয়েছে, করোনাভাইরাস ভ্যাকসিন নেওয়ার পর অন্তঃসত্ত্বা মহিলাদের ‘প্লাসেন্টা’য় কোন ক্ষতি হয় না। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই অঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে। ব্যাপারটিকে আরও সহজভাবে বলতে গেলে, ‘প্লাসেন্টা’ হল বিমানের ব্ল্যাক বক্সের মত। গর্ভবতী মহিলাদের কোন রকম শারীরিক সমস্যার সম্মুখীন হতে গেলে দেখা যায় ‘প্লাসেন্টা’ সাহায্য করে কী হয়েছে সেটা বোঝানোর জন্য। সেই প্রেক্ষিতেই দেখা গিয়েছে যে করোনাভাইরাস ভ্যাকসিন এই অঙ্গের কোনরকম ক্ষতি করে না। নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের প্যাথলজির এক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই তথ্য দিয়েছেন। যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত ভাবে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি কারণ এর আগের বছর অর্থাৎ ২০২০ সালে এক গবেষণায় বেরিয়ে ছিল যে, করোনাভাইরাস আক্রান্ত একা গর্ভবতী মহিলার বেশ কঠিন শারীরিক সমস্যা ধরা পড়েছিল। সেই প্রেক্ষিতেই অনুমান করা হয়েছিল যে ভ্যাকসিন নেওয়ার পরেও হয়তো সেই রকম কিছু ঘটনা ঘটতে পারে। তাই সেই পরিপ্রেক্ষিতে গবেষণা এখনো জারি রয়েছে।
তবে এই বছর যে নতুন গবেষণা সামনে এসেছে তাতে উল্লেখ করা হয়েছে যে গর্ভবতী মহিলারা করোনাভাইরাস অ্যান্টিবডি পেতে পারেন টিকাকরণের পর। একমাত্র এভাবেই গর্ভে থাকা সন্তানের শরীরে অ্যান্টিবডি উৎপন্ন হতে পারে। আসলে তারা সেই অ্যান্টিবডি পাবে মায়ের থেকেই।