মা করোনা আক্রান্ত হলেও স্তন্যপান করাতে পারবেন সদ্যোজাতকে: কেন্দ্র

মা করোনা আক্রান্ত হলেও স্তন্যপান করাতে পারবেন সদ্যোজাতকে: কেন্দ্র

 

নয়াদিল্লি:  করোনা পরিস্থিতিতে সবচেয়ে বেশি আতঙ্কিত হয়ে পড়েছেন সদ্যজাত সন্তানের মায়েরা৷ শিশুদের স্তন্যপান করানো নিয়ে তাঁরা দ্বিধাবিভক্ত৷ তবে নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের নির্দেশ, কোভিড-১৯ পজেটিভ হলেও মায়েরা তাঁদের সন্তানদের স্তন্যপান করাতে পারবেন৷ এই বিষয়ে মায়েদের নিশ্চিত করার জন্য স্বাস্থ্যকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে৷ 

আরও পড়ুন – ধর্মের চোরাস্রোতে মিশল বিজেপি’র কর্মসংস্থানের প্রতিশ্রুতি, দরাজ মোদী-শাহ

 

নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, মা করোনা আক্রান্ত হলেও, মাতৃদুগ্ধ একটি শিশুকে বাঁচাতে সাহায্য করে৷ মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে, সন্দেহভাজন বা করোনা আক্রান্ত মায়েদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের নির্দেশিকা অবশ্যই মেনে চলতে হবে৷  

স্বাভাবিক ক্ষেত্রে বলা হয়ে থাকে, জন্মের পর ইমিউনিটি বাড়ানোর প্রথম ধাপ সদ্যোজাতকে স্তন্যপান করানো। কোভিড অতিমারির সময়েও সদ্য মা ও তাঁদের পরিবারকে সচেতন করতে পৃথিবীজুড়ে পালন করা হচ্ছে ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং  উইক। বিশ্বের ১২০টি দেশের সঙ্গে সঙ্গে আমাদের দেশও তাতে সামিল। মায়েদের আশ্বস্ত করে নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের তরফে বলা হয়েছে, অ্যামনিওটিক ফ্লুয়েড বা মাতৃদুগ্ধে করোনাভাইরাস পাওয়া যায়নি৷ যার অর্থ গর্ভাবস্থায় বা স্তন্যপানের মাধ্যমে করোনাভাইরাসের সংক্রমণ ছড়ায় না৷ 

আরও পড়ুন- রাম মন্দিরের প্রশংসায় পঞ্চমুখ কংগ্রেস, বিভ্রান্ত সিপিএম

 

মন্ত্রকের তরফে টুইট করে বলা হয়েছে, মায়েরা যাতে তাঁদের শিশুদের ব্রেস্ট ফিড করানো বন্ধ না করেন ফিল্ড ওয়ার্কার এবং স্বাস্থ্যকর্মীদের তা নিশ্চিত করতে হবে৷ মায়েদের এই বিষয়ে আশ্বস্ত করতে হবে৷ আরও একটি টুইটে বলা হয়েছে, শিশুকে স্পর্শ করার আগে বা তাদের স্তন্যপান করানোর আগে মায়েদের অবশ্যই সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিতে হবে বা স্যানিটাইজ করতে হবে৷ পরিপূরক খাদ্য দেওয়ার আগে কাপ বা ফিডিং বোতল ভালো করে পরিষ্কার করে নিতে হবে৷ 

আরও পড়ুন- বহু শতকের ভাঙা-গড়ার খেলা থেকে মুক্ত শ্রীরাম, আজ স্বর্ণযুগের সূচনা: মোদী

 

মঙ্গলবার হু-র জানায়, ব্রেস্ট ফিডিং-এর মাধ্যমে করোনা সংক্রমণের সম্ভাবনা একেবারেই নগণ্য৷ এখনও পর্যন্ত মাতৃদুগ্ধের মাধ্যমে সংক্রমণের হদিশ মেলেনি৷ বিশ্বজুড়ে চলা ব্রেস্ট ফিডিং উইক পালনের মধ্যেই এই কথাটি জানাল হু৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =