কলকাতা: সংক্রমণের তৃতীয় ঢেউয়ে ওমিক্রণের বাড়বাড়ন্তের মধ্যেও আশার আলো দেখেছিলেন একদল বিশেষজ্ঞ৷ তাঁরা মনে করেছিলেন ওমিক্রনের হাত ধরেই বুঝি করোনার শেষের শুরু৷ কিন্তু সেই দাবি কার্যত নস্যাৎ করে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রেয়েসুস৷
আরও পড়ুন- ওমিক্রন ঢেউ শেষ হবে রকেট গতিতেই! রিপোর্টে পূর্বাভাস
গতকাল ১৮ জানুয়ারি প্রকাশিত এক বার্তায় টেড্রস বলেন, ‘‘করোনার নয়া রূপ ওমিক্রন এখন গোটা বিশ্বকে গ্রাস করেছে৷ আমি সেই সকল দেশগুলির কথা ভেবে চিন্তিত যেখানে এখনও একটি বড় সংখ্যক মানুষ টিকা পাননি। যাঁরা এখনও টিকা পাননি তাঁদের অসুস্থতার তীব্রতা এবং মৃত্যুর আশঙ্কা বহুলাংশে বেশি।’’
সেই সঙ্গে হু প্রধানের সতর্কবার্তা, করোনার অন্যান্য রূপগুলির চেয়ে ওমিক্রনের তীব্রতা খানিকটা কম হলেও, একে মৃদু বলে ভাবা ভুল হবে৷ কারণ, ওমিক্রনে আক্রান্তদেরও হাসপাতালে ভর্তি হতে হচ্ছে, মৃত্যুও ঘটছে। হু-এর তথ্য অনুযায়ী গোটা বিশ্বে প্রতি সপ্তাহে গড়ে ৪৫ হাজার মানুষের মৃত্যুর কারণ কোভিড৷
টেড্রস আরও বলেন, অনেক ক্ষেত্রেই প্রশাসন, সাধারণ মানুষ ও স্বাস্থ্য কর্মীদের একাংশ ওমিক্রনের বিপক্ষে মুখ খুলেছে৷ তাঁর মত, এখনই আত্মসমর্পণ করার সময় আসেনি। পরিস্থিতি মোকাবিলা করতে স্বাস্থ্য ব্যবস্থার উপর বেড়ে চলা চাপ সামলাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণগুলির সুষম বন্টন প্রয়োজন৷ পাশাপাশি আরও বেশি টিকাকরণই একমাত্র পথ বলে মত টেড্রস অ্যাডানম গেব্রেয়েসুসের।