নয়াদিল্লি: করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে টিকা কবে আসবে। আর টিকা আসার পর এখন বর্তমানে দেশের বহু মানুষই টিকা পেয়েছেন। রেকর্ড হারে দেওয়া হচ্ছে টিকা। শুধু ভারতে নয়, বিশ্বের অন্যান্য দেশেও। কিন্তু আদতে এই করোনা টিকা নিয়ে কি কোনও লাভ হচ্ছে? ভারতেও বা এর প্রভাব কেমন? এখন তা জানা গেল আন্তর্জাতিক রিপোর্টে।
আরও পড়ুন- SSC মামলায় বিচারপতির তলব, হাই কোর্টে হাজির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের
করোনা ভাইরাসের টিকা বেরনোর পর থেকেই একাধিক প্রশ্ন আসা শুরু হয়েছিল। টিকার কার্যকারিতা কী, পার্শ্বপ্রতিক্রিয়া কী, কতটা সুরক্ষিত, এইসব নিয়ে কৌতূহল এবং আতঙ্ক দুইই ছিল মানুষের মধ্যে। যার জন্য অনেকেই টিকা নেননি। কিন্তু এক আন্তর্জাতিক সমীক্ষা জানাচ্ছে, শুধু ভারতে নয়, গোটা বিশ্বে এই কোভিড টিকা ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলেছে। প্রচুর মৃত্যু আটকানো গিয়েছে এই টিকার কারণে। সম্প্রতি ল্যানসেট-এর তরফে একটি সমীক্ষা চালানো হয়েছে সারা পৃথিবী জুড়ে। তা থেকেই এই তথ্য সামনে এসেছে। এই রিপোর্টে বলা হয়েছে, টিকাকরণের ফলে সারা পৃথিবী জুড়ে ১৮৫ দেশ মিলিয়ে ১৯.৮ মিলিয়ন মৃত্যু ঠেকানো গিয়েছে। দাবি করা হচ্ছে, সঠিক সময় বা আরও আগে টিকাকরণ শুরু হলে আরও বেশি মানুষকে বাঁচানো যেত।
সমীক্ষা আরও বলছে, সঠিক সময়ে পৃথিবীর সব দেশের নাগরিকদের ৪০ শতাংশ মানুষকে টিকার দু’টি ডোজ দেওয়া গেলে অন্তত ৬ লক্ষ প্রাণ আরও বেঁচে যেত। এদিকে ভারতে টিকাকরণের কারণে অন্তত ৪২ লক্ষ মানুষের প্রাণ বাঁচানো গিয়েছে বলে দাবি করেছে ওই রিপোর্ট। তাই এক কথায় বলাই যায় যে, করোনা টিকার প্রভাব বিরাট ভাবেই ইতিবাচক।