নয়াদিল্লি: ভারতে করোনা ভাইরাস ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে দুটি টিকা দিয়ে, একটি সিরামের কোভিশিল্ড এবং অন্যটি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। সিরামের টিকা নিয়ে সেই অর্থে কোনও বিতর্ক না হলেও এই কোভ্যাক্সিন টিকা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছিল। টিকা প্রদানের অনেক মাস পর পর্যন্তও কোভ্যাক্সিন অনুমোদন পায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থার। অবশেষে পায়। তবে এখন ভারত বায়োটেক দাবি করছে যে, তাদের টিকা বিশ্বের সকলের জন্য উপযুক্ত। শিশু থেকে বৃদ্ধ, সকলের জন্য।
এখন ভারত সহ বিশ্বের একাধিক দেশে চলছে টিকার বুস্টার ডোজ। আমাদের দেশে বুস্টার ডোজ হিসেবে কোভ্যাক্সিন যে কার্যকরী তা আগে থেকেই দাবি করেছে ভারত বায়োটেক। বলা হয়েছিল, কোভ্যাক্সিন টিকার বুস্টার ডোজ ডেল্টার বিরুদ্ধে ১০০ শতাংশ এবং ওমিক্রনের বিরুদ্ধে ৯০ শতাংশ সফল। যারা নিজেদের প্রথম এবং দ্বিতীয় টিকা কোভ্যাক্সিন নিয়েছেন তারা এই টিকা বুস্টার হিসেবে পাবেন। অন্য কোনও টিকা নিলে তার বুস্টার ডোজ হিসেবে কোভ্যাক্সিন মিলবে না। এখন ভারত বায়োটেকের দাবি, তাদের টিকা ছোট থেকে বড়, বৃদ্ধ সকলের জন্যই প্রযোজ্য। আর কোনও রকম সংশয় নেই। তাদের এই দাবিতে আপাতত স্বস্তিতে কোভ্যাক্সিন গ্রাহকরা।
উল্লেখ্য, দেশে আপাতত মোট টিকার ডোজ হয়েছে ১৫৫ কোটি ৩৯ লক্ষ ৮১ হাজার ৮১৯। গত ২৪ ঘণ্টায় হয়েছে ৭৩ লক্ষ ০৮ হাজার ৬৬৯ ডোজ। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৪ হাজার ২০২ জন৷ একই সময় মৃত্যু হয়েছে ৩১৫ জনের। দেশের মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৩ কোটি ৬৫ লক্ষ ৮২ হাজার ১২৯ এবং মোট মৃত্যু ৪ লক্ষ ৮৫ হাজার ৩৫০। এদিকে, দেশের সংক্রমণের হার আপাতত রয়েছে ৫.২৩ শতাংশে। তবে গত ২৪ ঘণ্টায় তা হয়েছে ১৪.৭৮ শতাংশ। এদিকে, দেশের এখন ওমিক্রন আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৫৩ এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৩৬২ জন।