নয়াদিল্লি: গত বছর থেকে শুরু হওয়া করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে ইতিমধ্যেই একাধিক গবেষণা সামনে এসেছে। কোন গবেষণায় বলা হয়েছে বয়স্কদের ক্ষেত্রে সংক্রমণের আশঙ্কা সবথেকে বেশি, কোন গবেষণায় বলা হয়েছে রক্তের গ্রুপের ওপর নির্ভর করে ভাইরাস সংক্রমণ। তবে কারণ যাই হোক না কেন, দিনপ্রতি দেশে এবং একাধিক রাজ্যে যেভাবে সংক্রমণ বৃদ্ধি হচ্ছে তাদের স্বাভাবিক ভাবে আতঙ্ক বাড়ছে। এবার এক গবেষণায় উঠে এলো যে মেদের কারণে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কা বেড়ে যায় অনেক গুণ। এমনটাই দাবি করেছেন ইজরায়েলের কয়েকজন গবেষক।
‘চেইম শেবা মেডিকেল সেন্টার’-এর কয়েকজন গবেষক দাবি করেছেন যে মেদের কারণে করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যেতে পারে প্রায় ৮৬ শতাংশের কাছাকাছি। সে ক্ষেত্রে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ওজন হলে অবশ্য ভাবে সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে অনেক গুণ বেশি। এক্ষেত্রে কী পরিমাণে ওজন বৃদ্ধি হলে ভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কা বেড়ে যায় সেই ব্যাপারেই নিজেদের গবেষণা করেছে ইজরায়েলের বিজ্ঞানীরা। তারা মূলত ওবেসিটিকে তিন ভাগে ভাগ করেছে। ‘ক্লাস ওয়ান ওবেসিটি’ যাদের রয়েছে তাদের সংক্রমিত হওয়ার আশঙ্কা প্রায় ২৭ শতাংশ। ‘ক্লাস টু ওবেসিটি’ যাদের রয়েছে তাদের আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় ৩৮ শতাংশ। ‘ক্লাস থ্রি ওবেসিটি’ যাদের রয়েছে তারা ৮৬ শতাংশ বেশি আশঙ্কার মধ্যে রয়েছেন করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার বলে জানাচ্ছে বিজ্ঞানীরা।
এর আগে বিজ্ঞানী মহল দাবি করেছে যে কোমর্বিডিটি থাকলেই যে কোন মানুষের ভাইরাস আক্রান্ত হওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে যায় এবং আক্রান্ত হলে তার শারীরিক জটিলতা আরো বৃদ্ধি পায়। হৃদযন্ত্রের সমস্যা থেকে শুরু করে ডায়াবেটিস, কিডনির সমস্যা থেকে শুরু করে অন্যান্য যে কোনও জটিল রোগ থাকলে যে ভাইরাস আক্রান্ত হবার প্রবণতা এবং আক্রান্ত হবার পরে শারীরিক জটিলতা যাচ্ছে তার প্রমাণ ইতিমধ্যেই মিলেছে। এবার ভয় পাওয়ার নতুন কারণ অতিরিক্ত মেদ।