কলকাতা: করোনা ভাইরাস তৃতীয় ঢেউয়ের শঙ্কা কেটে গিয়েছে। চতুর্থ ঢেউ যে আসছে না সে ব্যাপারে মোটামুটি ইঙ্গিত মিলে গিয়েছে বিশেষজ্ঞদের একাংশের থেকে। যদিও জুন মাস থেকে একটা সঙ্কট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা। কিন্তু তা জোরালো হবে না বলেই ধারণা। এদিকে এখন আবার দেশের কোভিড গ্রাফও নিম্নমুখী। বিগত বেশ কয়েক দিন ধরেই দৈনিক আক্রান্ত এবং মৃত্যু কমছে বা একই জায়গায় থাকছে। এই অবস্থায় দাঁড়িয়ে এখন একটাই প্রশ্ন সকলের মাথায় ঘুরপাক খাচ্ছে। তাহলে করোনা ভবিষ্যৎ কী এখন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড পরিস্থিতি নিয়ে নতুন বার্তা দিয়েছে। তাদের ধারণা, মূলত তিনটি জিনিস হতে পারে আগামী দিনে।
আরও পড়ুন- শূকরের হৃদপিণ্ড প্রতিস্থাপন হয়েছিল, ২ মাস পর মৃত্যু ব্যক্তির
করোনা থাকবে, কারণ তার নতুন রূপ ফিরে ফিরে আসতে পারে। এই প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে তিনটি সম্ভাবনার কথা বলা হচ্ছে। সবথেকে ভালো যা হতে পারে তা হল, সংক্রমণের ভয় থাকলেও এতদিনে টিকা নেওয়ার ফলে এবং আক্রান্ত হওয়ার জন্য যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে মানব শরীরে তা তাকে ঠেকিয়ে দেবে। তাই করোনা থাকলেও তা নিয়ে মাথাব্যাথা থাকবে না। এরপরে সবথেকে খারাপ যা হতে পারে তা হল, টিকা নেওয়া বা আক্রান্ত হওয়া সত্ত্বেও নতুন রূপের করোনা ভয়াবহ আকার ধারণ করল আবার। প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ফের নয়া টিকার অপেক্ষা করতে হল। তবে ‘হু’ বলছে, এই দুইয়ের থেকেও যা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি তা হল, টিকা এবং সংক্রমণ থেকে পাওয়া রোগ প্রতিরোধ শক্তির কারণে করোনা অন্য রূপ কোনও প্রভাবই খাটাতে পারল না। অর্থাৎ করোনা থাকলেও স্বাভাবিক জীবন শুরু।
তাহলে কি মাস্ক পুরোপুরি বর্জনের সময় এসে গিয়েছে? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে তাতে করোনাভাইরাস মানুষের মধ্যে থেকে যাবে, তবে আর বাড়াবাড়ি সৃষ্টি করবে না। তাই এই নিয়ে আরও আতঙ্কিত হওয়ার কারণ নেই। তাদের বক্তব্য, প্যানডেমিক এবং এন্ডেমিক হওয়ার পথেই চলে এসেছে। তাই ভাইরাস নিয়ে অযথা চিন্তা করারও কোনও দরকার নেই।