বুদ্ধি কেড়ে নিতে পারে করোনা! মস্তিষ্কে গভীর প্রভাব ভাইরাসের

বুদ্ধি কেড়ে নিতে পারে করোনা! মস্তিষ্কে গভীর প্রভাব ভাইরাসের

লন্ডন: করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েও চিন্তা মুক্তি ঘটছে না অনেকের। এর আগে একাধিক গবেষণায় প্রকাশ পেয়েছিল যে ভাইরাস মুক্তি ঘটার পরেও শারীরিক অবস্থার অবনতি ঘটছে এবং একাধিক অঙ্গ-প্রত্যঙ্গে প্রভাব পড়ছে। এবার ব্রিটেনের এক গবেষণা জানাল, করোনা ভাইরাস আক্রান্তদের বুদ্ধিমত্তা হ্রাস পেতে পারে! অর্থাৎ আক্রান্তদের মস্তিষ্কে গভীর প্রভাব ফেলছে এই ভাইরাস। ব্রিটেনে প্রায় ৮১ হাজার করোনাজয়ীদের নিয়ে একটি গবেষণা চালানো হয়েছিল। সেই গবেষণায় এমন ইঙ্গিত মিলেছে।

আরও পড়ুন- বর্ষায় ভেঙে পড়ল বাড়ি, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন দম্পতি

গবেষকরা জানাচ্ছেন, করোনাভাইরাস আক্রান্ত হবার পর যারা সুস্থ হচ্ছেন তাদের মধ্যে অনেকেরই বিশ্লেষণী ক্ষমতা কমে যাচ্ছে। অর্থাৎ মস্তিষ্কে এই ভাইরাস কেমন প্রভাব ফেলছে যে বুদ্ধি হ্রাস পাচ্ছে। একই সঙ্গে এই গবেষণায় উল্লেখ করা হয়েছে, যাদের শ্বাস, প্রশ্বাসের গুরুতর উপসর্গ রয়েছে সেই সমস্ত ভাইরাস আক্রান্ত রোগীদের মধ্যে প্রভাব অনেক বেশি। মস্তিষ্কে করোনাভাইরাসের প্রভাব কতটা তা নিয়ে একাধিকবার রিপোর্ট বেরিয়েছে। সাম্প্রতিকতম এই রিপোর্ট স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়িয়ে দিয়েছে বৈজ্ঞানিক এবং গবেষক মহলের। উল্লেখ্য, জুলাই মাসের শেষে দ্য ল্যানসেটের ই-ক্লিনিকাল মেডিসিন জার্নালে এই গবেষণা প্রকাশিত হয়। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষকরা এই গবেষণা চালিয়েছেন। 

এর আগের একাধিক রিপোর্ট দাবি করেছিল যে, করোনা ভাইরাস প্রাপ্তবয়স্কদের মস্তিষ্কে বেশি প্রভাব ফেলছে, যার ফলে স্বাদ না পাওয়া, প্রাথমিক স্তরের অ্যালজাইমার মতো রোগের লক্ষণ দেখা দিচ্ছে তার ফলে। এছাড়াও জানা গিয়েছিল, মস্তিষ্কের যে অংশ প্রভাবিত হচ্ছে করোনা দ্বারা, সেই অংশ গন্ধ, স্বাদ, জ্ঞান এবং স্মৃতি গঠনে সাহায্য করে। অর্থাৎ ভবিষ্যতে করোনা আক্রান্তদের এই ধরণের সমস্যা হতেই পারে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − six =