বাতাসে ১০ মিটার ভেসে বেড়াতে পারে করোনাভাইরাস! আবারও নয়া আতঙ্ক

বাতাসে ১০ মিটার ভেসে বেড়াতে পারে করোনাভাইরাস! আবারও নয়া আতঙ্ক

নয়াদিল্লি: মাস্ক পরা এবং পারস্পরিক কমপক্ষে ৬ মিটার দূরত্ব বজায় রাখলেই করোনা ভাইরাস সংক্রমণ আটকানো সম্ভব বলে এতদিন জানা গিয়েছিল। কিন্তু এবার কেন্দ্রীয় সরকার সংক্রমণ রুখতে ফের একবার নতুন সর্তকতা জারি করল। এবার বলা হল, বাতাসে প্রায় ১০ মিটার পর্যন্ত ভেসে বেড়াতে পারে করোনাভাইরাস! সুতরাং সংক্রমণ আটকাতে আরো বেশি সচেতন হতে হবে জনসাধারণকে। কেন্দ্রীয় সরকারের মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টাকে বিজয়রাঘবনের দফতরের তরফে এই নির্দেশিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগীর থেকে ড্রপলেট বেরোলে সেটি বাতাসে ২ মিটার এবং ধূলিকণায় মিশে ১০ মিটার পর্যন্ত ভেসে বেড়াতে পারে। সুতরাং এই ব্যাপারে এখন থেকেই সতর্ক হতে হবে। এর পাশাপাশি সেই আগের মতই বিভিন্ন লোহার জিনিস এবং কাঠের জিনিসে হাত দেওয়া থেকে শুরু করে পারস্পরিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে আমল দিতে বলা হয়েছে। অতএব করোনা ভাইরাস সংক্রমণ রোধে সচেতনতাই যে একমাত্র পথ তা আবারও স্পষ্ট করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এছাড়া ডবল মাস্কিং, স্যানিটাইজার ব্যবহারের দিকেও আরো বেশি করে নজর দিতে হবে বলে জানানো হয়েছে তাদের তরফে। এন৯৫ মাস্ক ব্যবহার করলে তার সঙ্গে কাপড়ের মাস্ক ব্যবহার নাও করা যেতে পারে। অন্যদিকে শুধু সার্জিক্যাল মাস্ক পরলে তার সঙ্গে কাপড়ের মাস্ক ব্যবহার করা যেতে পারে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। 

প্রসঙ্গত, দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭৬ হাজার ১১০ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ২ কোটি ৫৭ লক্ষ ৭২ হাজার ৪৪০ জন।  গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৭৪ জনের। সব মিলিয়ে দেশে ২ লক্ষ ৮৭ হাজার ১২২ জন প্রাণ হারিয়েছেন কোভিডে। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা পেয়েছেন মাত্র ১২ লক্ষ ৪৯০ জন। এখনও অবধি দেশে টিকা দেওয়া হয়েছে ১৮ কোটি ৭০ লক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =