করোনায় বিশ্বজুড়ে আট কোটি টন প্ল্যাস্টিক বর্জ্য ছড়িয়েছে!

করোনায় বিশ্বজুড়ে আট কোটি টন প্ল্যাস্টিক বর্জ্য ছড়িয়েছে!

ক্যালিফোর্নিয়া: এখনও পর্যন্ত পৃথিবীতে মোট আট কোটি টন প্ল্যাস্টিক বর্জ্য ছড়িয়েছে বলে গবেষণায় এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে৷ সৌজন্যে কোভিড ১৯৷ এর মধ্যে ২৫ হাজার টন প্ল্যাস্টিক বর্জ্য ইতিমধ্যেই সমুদ্রে গিয়ে মিশেছে৷ ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেসেরর এই গবেষণা থেকে জানা গিয়েছে, আগামী ৩-৪ বছরের মধ্যে এই বিপুল পরিমাণ কোভিড প্ল্যাস্টিক বর্জ্য আর্কটিক সাগরে ঢিপি তৈরি করে ফেলবে। যা বেশ উদ্বেগের বিষয় বলেই মত গবেষকদের। এই বর্জ্যের মূলে রয়েছে মাস্ক, গ্লাভস, ফেস শিল্ড।

জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বিশ্বজুড়ে প্ল্যাস্টিক বর্জ্য নিয়ে দুশ্চিন্তার মাঝেই গোঁদের ওপর বিষফোঁড়ার মতো কোভিড কালে প্ল্যাস্টিকের ব্যবহার ক্রমশ বাড়ায় প্ল্যাস্টিক বর্জ্যের পরিমাণ আরও বেড়েই চলেছে৷ যা নিয়ে চিন্তিত বিশেষজ্ঞমহল৷ একটি নতুন পদ্ধতির ব্যবহার করে চিনের নানজিং বিশ্ববিদ্যালয় এবং সান দিয়াগোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সমুদ্রগর্ভে জমতে থাকা প্ল্যাস্টিক বর্জ্য চিহ্নিত করছেন৷ এই বর্জ্যের প্রভাব সম্পর্কে ধারণা করতেই এই ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। করোনা নামক অতিমারির শুরু থেকে অর্থাৎ ২০২০ থেকে ২০২১ সালের অগস্ট মাস পর্যন্ত এই বর্জ্যের পরিমাণ নির্ণয় করতে গিয়ে জানা গিয়েছে, বেশিরভাগ বর্জ্যের উৎপত্তি স্থল এশিয়া মহাদেশ৷ এশিয়ার দেশগুলিতে থেকে ৭৩ শতাংশ বর্জ্য সমুদ্রে মিশেছে বলে জানা গিয়েছে। আর ইউরোপের দেশগুলিতে থেকে ১১ শতাংশ বর্জ্য সমুদ্রে মিশেছে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − eight =