করোনার তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হবে শিশুরা? স্বস্তি দিচ্ছেন বিশেষজ্ঞরা!

করোনার তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হবে শিশুরা? স্বস্তি দিচ্ছেন বিশেষজ্ঞরা!

 

নয়াদিল্লি : করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কাটে নি এখনো, এরই মধ্যে চোখ রাঙাচ্ছে তৃতীয় ঢেউয়ের সম্ভাব্য ভয়াবহতা । করোনার তৃতীয় প্রবাহে সবথেকে বেশি সংক্রমিত হবে শিশুরাই ! এই তথ্য সামনে আসার পর থেকেই চিন্তা বেড়েছে অভিভাবকদের। কারণ ,করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে শিশুদের উপর সেইভাবে প্রভাব দেখা যায় নি।  কিন্তু,তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার খবরে ঘুম ছুটেছে বাবা মায়ের।

তবে এবার অভিভাবকদের সেই চিন্তা কিছুটা হলেও লাঘব করল কেন্দ্র।  প্রধানমন্ত্রীর কোভিড ম্যানেজমেন্ট টিমের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ডাঃ ভিকে পাল এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান, যে এমন কোনও তথ্য এখনও পর্যন্ত মেলেনি যা থেকে এমনটা বলা যায়। অর্থাৎ , এটা এখনও অনিশ্চিত যে করোনার তৃতীয় ঢেউ কেবলমাত্র শিশুদের উপরই প্রভাব ফেলবে। তবে বড়রা টিকা নিয়ে নেন তাহলে ছোটদের কাছে মারণভাইরাসের পৌঁছানোর পথ কঠিন হয়ে যাবে।  একই কথা জানিয়েছেন দিল্লির এইমস্-এর ডিরেক্টর ডাঃ রণদীপ গুলেরিয়া।  তাঁর মতে, এখনও পর্যন্ত এমন কোনও প্রমাণ নেই যা প্রমাণ করে যে করোনার তৃতীয় ঢেউয়ে শিশুরাও সর্বোচ্চ মাত্রায় আক্রান্ত হতে পারে।

কেন্দ্রের এই আশ্বাসের পর কিছুটা হলেও স্বস্তি মিলেছে। তবুও আগামী দিনে কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শিশুদের সুরক্ষার কথা মাথায় রেখে সবরকমভাবে তৎপরতাও শুরু হয়ে গেছে।  ইতিমধ্যেই একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও শিশুদের জন্য করোনা ভ্যাকসিনের বিশেষ ডোজও বানানো শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রক৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − five =