ভিডিয়ো গেমে আসক্তি হতে পারে শিশুদের হৃদ্‌রোগের কারণ, ঘটতে পারে মৃত্যু, গবেষণায় চাঞ্চল্য

ভিডিয়ো গেমে আসক্তি হতে পারে শিশুদের হৃদ্‌রোগের কারণ, ঘটতে পারে মৃত্যু, গবেষণায় চাঞ্চল্য

কলকাতা: শহরজুড়ে কংক্রিটের জঙ্গল৷ কোথাও যেন হারিয়ে গিয়েছে খেলার মাঠ৷ খেলার জায়গা নেই শিশুদের৷ তাই ক্রমেই যেন মাঠ ছেড়ে মোবাইলে আসক্তি বাড়ছে খুদেদের৷ খেলার মাঠে হুড়োহুড়ি, ছোটাছুটির বদলে এই প্রজন্মের শিশুদের আকর্ষণ হয়ে উঠছে ‘ভিডিয়ো গেম’। নানা রকম গেমের নেশায় নিজেদের ডুবিয়ে দিচ্ছে খুদের দল৷ কিন্তু, জানেন কি ঘরে বসে ‘ভিডিয়ো গেম’ খেলার নেশা আপনার সন্তানের হৃদ্‌রোগের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। বিশেষ করে যে সব শিশুর অনিয়ন্ত্রিত হৃদ্‌স্পন্দনের সমস্যা আছে, তাদের পক্ষে এই সব উত্তেজক খেলা প্রচণ্ড ক্ষতিকর। এত প্রাণহানীর সম্ভাবনা থাকতে পারে বলেও মনে করেন চিকিৎসকদের একাংশ।

আরও পড়ুন- আপনার কি ‘কোভিড কাশি’ আছে? উপসর্গ বুঝবেন কীভাবে

অস্ট্রেলিয়ার ‘দ্য হার্ট সেন্টার ফর চিলড্রেন’-এর চিকিৎসক এবং গবেষকদের মতে, যে সব শিশুর অনিয়ন্ত্রিত হৃদ্‌স্পন্দনের সমস্যা আছে, তাঁদের জন্য ভিডিয়ো গেম অত্যন্ত বিপজ্জনক৷ কারণ, ভিডিয়ো গেম খেলার সময় উত্তেজনা বৃদ্ধি পায়৷ হার্ট রেট বেড়ে যায়। এর ফলে জ্ঞান হারানোর সম্ভাবনাও তৈরি হয়৷

গবেষণার জন্য এই চিকিৎসকরা ২২ জন শিশুকে শনাক্ত করে। তারা সকলেই ‘মাল্টিপ্লেয়ার ওয়ার’ গেমটি খেলতে খেলতে উত্তেজিত হয়ে পড়ে৷ তাদের মধ্যে অনেকে জ্ঞানও হারায়। খেলা চলাকালীন তাদের ক্যাটেকোলামিনার্জিক পলিমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ও টাইপ১ এবং টাইপ২ কনজেনিটাল লং কিউটি সিনড্রোমে আক্রান্ত হতেও দেখা গিয়েছে।

এই রোগের কারণ কী? গবেষকদের কথায়, এর পিছনে শিশুটির পারিবারিক ইতিহাস এবং হৃদ্‌যন্ত্রের জন্মগত ক্রটি রয়েছে৷ তাই অভিভাবকদের উদ্দেশে চিকিৎসকদের পরামর্শ, উত্তেজনা সৃষ্টি করে এমন খেলা, সিনেমা, ছবি থেকে এই রোগে আক্রান্ত শিশুদের দূরে রাখতে হবে। 

অনলাইন গেমের আরও কিছু নেতিবাচক দিক রয়েছে। ভিডিয়ো গেমের প্রতি আসক্ত হয়ে পড়লে শিশুমনে প্রভাব পড়ে৷ একে বলে ‘গেমিং ডিসঅর্ডার’৷ এই গেমগুলি এমনভাবে তৈরি করা হয়, যেখানে একধাপ থেকে পরের ধাপে গেলে আরও জটিল সমস্যার ফেস করতে হয়৷ যারা গেম খেলছে, তারা এই সকল সমস্যা সমাধান করতে থাকলে আরও বেশি গেমের প্রতি উৎসাহী হয়ে ওঠে।  অনলাইন গেম খেলতে খেলতেই এর প্রতি চূড়ান্ত আসক্ত হয়ে পড়ে। এমনকী ছোটরা গেমের পরবর্তী ধাপ কেনার জন্যেও আগ্রহী হয়ে ওঠে৷