তৃতীয় ডোজের আর্জি খারিজ সেরামের! অতিরিক্ত তথ্য দেওয়ার নির্দেশ

তৃতীয় ডোজের আর্জি খারিজ সেরামের! অতিরিক্ত তথ্য দেওয়ার নির্দেশ

নয়াদিল্লি: করোনা ভাইরাস সংক্রমণ আটকাতে দেশজুড়ে চলছে টিকাকরণ কর্মসূচি। ইতিমধ্যেই বহু মানুষ টিকার ডবল ডোজ পেয়ে গিয়েছেন। কিন্তু করোনাভাইরাস নতুন প্রজাতি ওমিক্রনের কারণে হঠাৎ করেই টিকার তৃতীয় ডোজ নিয়ে আলোচনা শুরু হয়েছিল। সেই প্রেক্ষিতে কোভিশিল্ড প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছিল যাতে তৃতীয় ডোজ দিতে তাদের অনুমতি দেওয়া হয়। কিন্তু কেন্দ্রীয় সরকার সেই আবেদন খারিজ করে দিয়েছে, সূত্রের খবর এমনটাই।

জানা গিয়েছে, সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এই দাবি খারিজ করে দিয়েছে কেন্দ্রের সাবজেক্ট এক্সপার্ট কমিটি। শুধু তাই নয়, ভ্যাকসিনের তৃতীয় ডোজের প্রয়োজনীয়তা এবং কার্যকারিতা বোঝাতে অতিরিক্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াকে। আসলে ব্রিটেনে ইতিমধ্যেই অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়ে যাচ্ছে কারণ তারা অনুমোদন পেয়েছে। সেই প্রেক্ষিতেই সেরাম কর্তা আদার পুনাওয়ালা কেন্দ্রের কাছে কোভিশিল্ডের তৃতীয় ডোজ অনুমোদনের জন্য আবেদন পাঠিয়েছিলেন। কিন্তু সেই আবেদন খারিজ করে দেওয়া হল। সেরাম কর্তা জানিয়েছিলেন, করোনাভাইরাস নতুন প্রজাতির বাড়বাড়ন্তের কারণে বুস্টার ডোজের চাহিদা বাড়ছে তাই তার অনুমতি দেওয়া হোক। কিন্তু আপাতত সেই রকম কিছু অনুমোদন দেওয়া হচ্ছে না বলে স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

অন্যদিকে সাম্প্রতিক তথ্য বলছে, সম্পূর্ণ টিকা প্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে করোনাভাইরাস প্রতিরোধে কোভিশিল্ড ৬৩ শতাংশ কার্যকরী। পাশাপাশি আরও জানা গিয়েছে, মাঝারি অথবা একটু বেশি সংক্রমিত রোগের ক্ষেত্রে এই টিকা ৮১ শতাংশ কার্যকর। এই প্রেক্ষিতে জানানো হয়েছে, এই টিকা নেওয়া থাকলে হাসপাতালে ভর্তি হওয়ার আশঙ্কা অধিকাংশ ক্ষেত্রেই কমে গিয়েছে। পাশাপাশি মৃত্যুর সংখ্যা কমেছে অনেকটাই। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৯২ জন এবং একই সময়ে মৃত্যু হয়েছে ৩৯৩ জনের। সব মিলিয়ে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪৬ লক্ষ ৮২ হাজার ৭৩৬ এবং মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৫ হাজার ১২৮ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *