জাতীয় টিকাকরণ দিবসে শিশুমৃত্যু হার জানাল কেন্দ্র

নয়াদিল্লি: আজ দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় টিকাকরণ দিবস। চলতি বছরের জন্য পোলিও টিকাকরণ কর্মসূচির সূচনা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি ভবনে ৫ বছরের কমবয়সি শিশুদের পোলিও টিকা খাইয়ে তিনি এই কর্মসূচির সূচনা করেন। পোলিও দূরীকরণের লক্ষ্যে ৫ বছরের কম বয়সি সতেরো কোটি শিশুকে এই টিকাকরণ কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে। এই অনুষ্ঠানে অংশ নেন কেন্দ্রীয়

জাতীয় টিকাকরণ দিবসে শিশুমৃত্যু হার জানাল কেন্দ্র

নয়াদিল্লি: আজ দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় টিকাকরণ দিবস। চলতি বছরের জন্য পোলিও টিকাকরণ কর্মসূচির সূচনা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি ভবনে ৫ বছরের কমবয়সি শিশুদের পোলিও টিকা খাইয়ে তিনি এই কর্মসূচির সূচনা করেন।

পোলিও দূরীকরণের লক্ষ্যে ৫ বছরের কম বয়সি সতেরো কোটি শিশুকে এই টিকাকরণ কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে। এই অনুষ্ঠানে অংশ নেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, প্রত্যেক সদ্যজাতকে একাধিক রোগ থেকে রক্ষা করাই আমাদের সরকারের লক্ষ্য। তাই এই কর্মসূচির আওতায় সকলকে টিকাকরণের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর। পাশাপাশি, মিশন ইন্দ্রধনুষ কর্মসূচির মাধ্যমে ৩.৩৯ কোটি শিশু ও ৮৭ লক্ষ প্রসূতি মহিলাকে টিকাকরণের আওতায় আনা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। নাড্ডার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার টিকাকরণে অত্যন্ত সদর্থক ভূমিকা নিয়েছে। তাই শিশুমৃত্যু হার ২০১৪ সালে প্রতি ১০০০ জনে ছিল ৩৯। এখন তা কমে ৩২-এ এসে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =