শহরে বিরাট আকারে বাড়ছে ক্যানসারের প্রবণতা! বলছে ২৫ বছরের তথ্য

শহরে বিরাট আকারে বাড়ছে ক্যানসারের প্রবণতা! বলছে ২৫ বছরের তথ্য

কলকাতা: ক্যানসার। কর্কট রোগ। নাম শুনলেই ভয় পান না এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে। এক কথায় আতঙ্কের অন্য নাম এই ক্যানসার। এখনও পর্যন্ত কোনও রকম ওষুধ কিংবা ভ্যাকসিন আবিষ্কার করা সম্ভব হয়নি এই রোগের। এদিকে যত দিন এগোচ্ছে তত বেশি বাড়ছে এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা। সাম্প্রতিক যে তথ্য সামনে এসেছে তাতে দেখা গিয়েছে, ২৫ বছরের হিসাবে এখন কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে এই রোগের প্রকোপ বিরাট আকারে বেড়েছে। স্তন এবং ফুসফুস ক্যানসারের প্রকোপ সবথেকে বেশি এবং নারী-পুরুষ উভয়েই সঙ্কটের সামনে।

আরও পড়ুন- মর্মান্তিক! প্ল্যান্টে গ্যাস লিক, মৃত্যু একাধিক শ্রমিকের

কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চালানো সমীক্ষা রিপোর্ট বলছে, কলকাতা ও শহরতলির অধিকাংশ পুরুষদের মধ্যে ফুসফুস ক্যানসারের প্রবণতা বাড়ছে। অন্যদিকে, নারীদের মধ্যে বাড়ছে স্তন ক্যানসারের প্রবণতা। আবার খাদ্যনালীতে ক্যানসারের প্রকোপ বাড়ছে দুজনের ক্ষেত্রেই! পরিসংখ্যান বিচার করে দেখা গিয়েছে, পুরুষদের মধ্যে ফুসফুস ক্যানসারের প্রবণতা যেটা ৮ শতাংশ ছিল, সেটা এখন প্রায় ১২ শতাংশ হয়েছে। মহিলাদের মধ্যে স্তন ক্যানসারের প্রবণতা ১২ শতাংশ থেকে বেড়ে ২০ শতাংশে পৌঁছেছে। আর খাদ্যনালীর ক্যানসার নারী-পুরুষ নির্বিশেষে বেড়েছে দ্বিগুণ মাত্রায়। ওই হাসপাতালের এই সমীক্ষা ১৯৯৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সব ক্যানসার রোগীর তথ্য বিশ্লেষণ করে করা হয়েছে।

তবে হঠাৎ এই রকম বৃদ্ধি কেন ক্যানসারের? বিশেষজ্ঞরা মনে করছেন, অতিরিক্ত ধূমপান, বায়ুদূষণ, অনিয়ন্ত্রিত জীবনযাপন, পাশ্চাত্যের অনুকরণে খাদ্যাভ্যাস, এই সবকিছুর কারণে ক্যানসার আরও ভয়ানক আকার ধারণ করছে। মানুষ নিজের শরীর নিয়ে বেশি ভাবছে না, আরও বেপরোয়া হয়ে উঠছে। সেই কারণে আগামী দিনে এই রোগ যে আরও সর্বনাশা হতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই। চিকিৎসকরা আরও বলছেন, শাক সবজি না খেয়ে রাসায়নিক মেশানো প্রশেসড ফুড খাওয়া, লাগামছাড়া মদ্যপান, তাও মাংস, কোল্ড ড্রিঙ্কস দিয়ে, তার জন্যও ক্যানসার বাড়ছে। এমনকি অতিরিক্ত তামাকজাত দ্রব্য ব্যবহারের ফলে পুরুষদের মধ্যে মুখের ক্যানসারের প্রবণতা ২৫ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *