অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার ডেকে আনতে পারে ক্যানসার, বলছে গবেষণা

কলকাতা: বঙ্গজীবনে স্মার্টফোন এখন অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে৷ বিশেষ করে তরুণ প্রজন্ম এখন মোবাইল আসক্ত৷ কিন্তু, জানেন, অতিরিক্ত স্মার্টফোনের ব্যবহারে শারীরিক কী কী প্রভাব ফেলতে পারে ? নয়া গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য৷ গবেষণা রিপোর্ট বলছে, দিনে পাঁচ ঘণ্টা বা তার বেশি সময় স্মার্টফোন ব্যবহার করেন, এমন ব্যক্তিদের ৪৩ শতাংশের মোটা হয়ে যওয়ার প্রবণতা বাড়ছে৷

অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার ডেকে আনতে পারে ক্যানসার, বলছে গবেষণা

কলকাতা: বঙ্গজীবনে স্মার্টফোন এখন অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে৷ বিশেষ করে তরুণ প্রজন্ম এখন মোবাইল আসক্ত৷ কিন্তু, জানেন, অতিরিক্ত স্মার্টফোনের ব্যবহারে শারীরিক কী কী প্রভাব ফেলতে পারে ? নয়া গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য৷

গবেষণা রিপোর্ট বলছে, দিনে পাঁচ ঘণ্টা বা তার বেশি সময় স্মার্টফোন ব্যবহার করেন, এমন ব্যক্তিদের ৪৩ শতাংশের মোটা হয়ে যওয়ার প্রবণতা বাড়ছে৷ ফলে হৃদপিন্ড সংক্রান্ত রোগও বাড়ছে৷ দক্ষিণ আমেরিকার প্রকাশিত গবেষক মিরারি ম্যান্টিলা জানিয়েছেন, স্মার্টফোনে অতিরিক্ত সময় দেওয়ার ফলে শারীরিক কার্যকলাপ কমে যাচ্ছে৷  ডায়াবেটিস ও হৃদরোগের সম্ভাবনা বাড়েই চলেছে৷ ক্যানসারের মতো ক্ষতিও দেখা যেতে পারে৷ ফলে, নিজেই নিজের শরীরের মৃত্যু ডেকে আনছে৷

১০৬০ জন পড়ুয়ার উপরে গবেষণা চালিয়ে সিমন বলিভার বিশ্ববিদ্যালয়৷ এর মধ্যে ৭০০ জন ছাত্রী ও ৩৬০ জন ছাত্রের মধ্যে এই গবেষণা চালানো হয়েছে৷ এর মধ্যে ৩৬ শতাংশ ছাত্রের মধ্যে মোট হওয়ার প্রবণতা দেখা গিয়েছে৷ ৪২ শতাংশ ছাত্রীর মধ্যে অতিরিক্ত মোটা হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + eleven =