দাঁতের সমস্যা থেকে কি হতে পারে হৃদরোগ? আভাস মিলল গবেষণায়

দাঁতের সমস্যা থেকে কি হতে পারে হৃদরোগ? আভাস মিলল গবেষণায়

কলকাতা: সময় যত এগোচ্ছে হৃদরোগের পরিমাণ তত বেশি বাড়ছে। আগের একটা বদ্ধমূল ধারণা ছিল যে, বেশি বয়েসের মানুষের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি থাকে। কিন্তু বিগত কিছু বছরে এই ধারণা বদলে গিয়েছে। দেখা গিয়েছে শিশু থেকে শুরু করে একদম বয়স্ক অনেকেই এই রোগে আক্রান্ত হচ্ছে। কারণ সব ক্ষেত্রে ভিন্ন। ঠিক কী কী কারণ হৃদরোগ হতে পারে তা একাধিক গবেষণায় প্রকাশ পেয়েছে। এখন প্রশ্ন, দাঁতের সমস্যা থেকেই কি এই রোগ হয়? উত্তর মিলেছে।

আরও পড়ুন: করোনা মুক্তির পরেও একাধিক সমস্যা, আন্তর্জাতিক মেডিক্যাল জার্নালের রিপোর্টে উদ্বেগ

সম্প্রতি এই নিয়ে যে তথ্য তা প্রকাশিত হয়েছে ‘ইউরোপিয়ান জার্নাল অব প্রিভেনটিভ কার্ডিওলজি’ শীর্ষক গবেষণাপত্রে। সেখানে বলা হয়েছে, মানুষের মুখে ভিতরের পরিস্থিতি অনেকাংশে হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। মুখ গহ্বরের জীবাণু শরীরের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। তার ফলে একাধিক রোগ হতে পারে ব্যক্তির। বলা হচ্ছে, যদি মানুষের দাঁত বা মুখ গহ্বর পরিষ্কার না হয় বা পরিচর্যার অভাব থাকে তাহলে তা শরীরের প্রদাহ বাড়িয়ে দেয়। এর ফলে হৃদস্পন্দন বেড়ে যায়। তাতেই হার্ট অ্যাটাকের সমস্যা বৃদ্ধি পায়। এছাড়াও মুখের ভিতরে সৃষ্টি হওয়া একাধিক ব্যাকটেরিয়া বিভিন্ন রোগ বাড়ায়। তাই দাঁতের এবং মুখের ভিতরের অংশের দেখভাল করা অত্যন্ত জরুরি।

বিশেষজ্ঞদের মতে, দাঁত এবং মুখ গহ্বরকে সুস্থ রাখার জন্য বিশেষ কিছু নিয়ম মেনে চলা উচিত। তা মানলেই এই সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। বলা হচ্ছে, নিয়মিত দাঁত মাজতে। তবে প্রতি ৩ মাস অন্তর ব্রাশ বদলে ফেলতে। ব্রাশ যাতে নরম হয় সেটাও দেখা উচিত বলে দাবি। এছাড়াও দাঁত মাজার পর মাউথওয়াশ দিয়ে কুলকুচি করা জরুরি বলে মত। কারণ অনেক সময় ব্রাশ করার পরেও দাঁতে খাবার লেগে থাকতে পারে। পাশাপাশি দাঁত ভাল রাখতে গেলে বেশি মিষ্টি, মিষ্টি জাতীয় খাবার, কোল্ড ড্রিং, এগুলো না খাওয়াই ভাল। তবে সবথেকে গুরুত্বপূর্ণ, দাঁতে ব্যথা হলে অনেকে চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ খেয়ে নেন। যেটা কখনই উচিত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 2 =