করোনা হলে প্রিকশন ডোজ নেওয়া যাবে কতদিন পর?

করোনা হলে প্রিকশন ডোজ নেওয়া যাবে কতদিন পর?

নয়াদিল্লি: করোনা সংক্রমণ কমতে শুরু করেছিল যখন ঠিক সেই সময় থেকেই ওমিক্রন প্রজাতির বাড়বাড়ন্ত। আর এই সংক্রমণ ঠেকাতে শুরু হয়েছে বুস্টার বা প্রিকশন ডোজ। করোনা যোদ্ধা থেকে শুরু করে ৬০ বছরের ঊর্ধ্বে যারা রয়েছে তারাই এই ডোজ পাচ্ছেন। কিন্তু প্রশ্ন হল, কেউ যদি কোভিড আক্রান্ত হয়ে যান তাহলে কি তিনি প্রিকশন ডোজ পাবেন? পেলেও তা কবে পেতে পারেন? সেই প্রশ্নের উত্তর দিল কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন- ইন্ডিয়া গেটে বসছে নেতাজির বিশাল গ্রানাইট মূর্তি, টুইটে জানালেন নমো

স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, অন্য ডোজের মতই করোনা হলে প্রিকশন ডোজ ৩ মাসের মধ্যে নেওয়া যাবে না। করোনা থেকে সেরে ওঠার তিনমাস পর নেওয়া যাবে বুস্টার ডোজ। এমনই নির্দেশিকা জারি করা হয়েছে তাদের তরফে। কেন্দ্র বলছে, একাধিক গবেষণায় দেখা গিয়েছে, করোনা আক্রান্ত হয়ে গেলে আগামী ৩ মাস ফের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না। তাই এই সময় টিকা নেওয়া কোনও অর্থ নেই। বুস্টার ডোজ নেওয়ার আগে কেউ করোনা আক্রান্ত হলে পরবর্তী ৩ মাস টিকা নিতে পারবে না। আগেই জানান হয়েছিল যে, করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার ৩৯ সপ্তাহ পর প্রিকশন ডোজ নেওয়া যাবে। এবার করোনা আক্রান্তরা কবে নিতে পারবেন এই ডোজ তা স্পষ্ট করা হল।

ইতিমধ্যেই এই বুস্টার ডোজকে অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এতদিন তারা এই অনুমোদন দেয়নি কিন্তু একাধিক দেশ বুস্টার দেওয়া চালু করে দিয়েছিল। তবে অবশেষে তার অনুমোদন মিলেছে। তারা জানিয়েছে, যাদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি, তাদেরই সবার আগে বুস্টার ডোজ দেওয়া উচিত। উল্লেখ্য, ভারতে এই মুহূর্তে মোট টিকাকরণ হয়েছে ১৬১ কোটি ১৬ লক্ষ ৬০ হাজার ০৭৮ ডোজ, গত ২৪ ঘণ্টায় হয়েছে ৬৭ লক্ষ ৪৯ হাজার ৭৪৯ ডোজ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩৭ হাজার ৭০৪ জন, গতকালের থেকে ৯ হাজার ৫৫০ কম। এই একই সময় মৃত্যু হয়েছে ৪৮৮ জনের। মৃত্যুও গতকালের তুলনায় কমেছে। তবে দেশের মোট মৃত্যু ৪ লক্ষ ৮৮ হাজার ৮৮৪। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে মোট সুস্থের সংখ্যা ২ লক্ষ ৪২ হাজার ৬৭৬ জন। অন্যদিকে পরিসংখ্যান অনুসারে, দেশের মোট সক্রিয় রোগীর সংখ্যা ২১ লক্ষ ১৩ হাজার ৩৬৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 3 =