নয়াদিল্লি: জনস্বাস্থ্যের উপর আরও বেশি করে জোর দিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২৫ সালের মধ্যে দেশে জনস্বাস্থ্য ক্ষেত্রে বরাদ্দের পরিমাণ বাড়িয়ে জিডিপির আড়াই শতাংশ করার কথা বললেন তিনি। পাশাপাশি সরকারের সব নীতি, কর্মসূচি ও উদ্যোগে মহিলা, শিশু ও যুব সমাজের অগ্রাধিকার বজায় থাকবে বলে জানান। বুধবার দিল্লিতে ২০১৮ পার্টনার’স ফোরামের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারত সেইসব দেশের তালিকায় প্রথম সারিতে রয়েছে, যেখানে শিশুদের স্বাস্থ্যের উপর বেশি করে নজর দেওয়া হয়েছে। বর্তমানে দেশের স্বাস্থ্যখাতে জিডিপির ১.১৫ শতাংশ ব্যয় হয়। ২০২৫ সালের মধ্যে তা বাড়িয়ে ২.৫ শতাংশ করার চেষ্টা চলছে। ইন্দ্র ধনুষ মিশনের উপর জোর দিয়ে গত তিন বছরে ৩ কোটি ২৮ লক্ষ শিশু এবং ৮৪ লক্ষ গর্ভবতী মহিলার টীকাকরণ সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, আয়ুষ্মান ভারত যোজনা চালু হওয়ার ১০ সপ্তাহের মধ্যে ৫ লক্ষ পরিবারকে ৭০০ কোটি ব্যয় করে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
জনস্বাস্থ্যে বড় সিদ্ধান্ত কেন্দ্রের
নয়াদিল্লি: জনস্বাস্থ্যের উপর আরও বেশি করে জোর দিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২৫ সালের মধ্যে দেশে জনস্বাস্থ্য ক্ষেত্রে বরাদ্দের পরিমাণ বাড়িয়ে জিডিপির আড়াই শতাংশ করার কথা বললেন তিনি। পাশাপাশি সরকারের সব নীতি, কর্মসূচি ও উদ্যোগে মহিলা, শিশু ও যুব সমাজের অগ্রাধিকার বজায় থাকবে বলে জানান। বুধবার দিল্লিতে ২০১৮ পার্টনার’স ফোরামের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারত