শেষ ২৪ ঘন্টায় সংক্রামিত প্রায় ৫০,০০০! হুঙ্কার করোনার

শেষ ২৪ ঘন্টায় সংক্রামিত প্রায় ৫০,০০০! হুঙ্কার করোনার

নয়াদিল্লি: করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই আছড়ে পড়েছে ভারতবর্ষে, তাতে আর কোনো সন্দেহ থাকছে না। যত দিন যাচ্ছে হু হু করে বাড়ছে ভাইরাসের সংক্রমণ। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন প্রায় ৫০,০০০ জন। সঠিক অংকে বলতে গেলে ৪৭,২৬২ জন। গতকালের থেকে প্রায় ৭ হাজার জন বেশি আক্রান্ত হয়েছেন এদিনই। সেই তুলনায় বেড়েছে মৃত্যুর হারও। একই সময় মৃত্যু হয়েছে ২৭৫ জনের। 

গত মাস থেকে দিনপ্রতি যেভাবে করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে তাতে সাধারণ মানুষের অসচেতনতাকে দায়ী করেছে চিকিৎসক মহল। নতুন বছরের শুরুর দিকে সংক্রমণের হার কিঞ্চিৎ কম হয়েছিল তাই সাধারণ মানুষ ভেবেছিলেন যে ভয় হয়তো কেটে গেছে। এদিকে জানুয়ারি মাস থেকে করোনাভাইরাস ভ্যাকসিন প্রদান শুরু হয়ে যাওয়ায় সাধারণ মানুষ কার্যত মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করা বন্ধ করে দিয়েছিলেন। তবে এখন নতুন প্রজাতির করোনা ভাইরাস সংক্রমণ দেশে ঢুকে পড়ায় দিনদিন আতঙ্ক বাড়ছে সংক্রমনের জন্য। এর মধ্যে আবার বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হবে। সেই প্রেক্ষিতে বিগত কয়েক মাস ধরে ক্রমাগত প্রচার চলছে রাজনৈতিক দলগুলির, চলছে মিটিং এবং মিছিল। সেখানে পারস্পরিক দূরত্ব মানা তো দূর, ন্যূনতম নিয়ম বিধি মানছেন না কেউ। তাই আগামী দিনে যে সংক্রমণ আরো বাড়বে না তা কিছুতেই বলা সম্ভব না।

আরও পড়ুন: আরও বাড়ছে ওষুধের দাম! গুনতে হবে ২০% কড়ি! 

ইতিমধ্যেই ভারতে ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের নতুন করোনাভাইরাস প্রজাতির সংক্রমণ ধরা পড়েছে। তাই এই নিয়ে আলাদা আতঙ্ক তৈরি হয়েছে দেশবাসীর মধ্যে। অনেকেই আশঙ্কা করছেন যে ভোট পরবর্তী সময়ে আবার হয়তো লকডাউন কার্যকরী হয়ে যাবে দেশে। সেই প্রেক্ষিতে চিকিৎসক মহলের দাবি, সাধারণ মানুষ যেন এখন থেকে আবার সচেতন হতে শুরু করেন যাতে গত বছরের মতো দুর্দিনের সম্মুখীন না হতে হয়। যদিও এখনো পর্যন্ত জনসাধারণের মধ্যে সেইরকম সচেতনতা ধরা পড়ছে না। এদিকে সংক্রমণ বৃদ্ধির ফলে করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান নিয়ে নতুন নিয়ম কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার। ৪৫ বছরের বেশি যাদের বয়স তারা প্রত্যেকে ভ্যাকসিন পাবেন এবার থেকে। ১ এপ্রিল থেকে শুরু হবে নতুন নিয়ম অনুযায়ী ভ্যাকসিন প্রদান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + eight =