৪৫ বছরের ঊর্ধ্বে সবাইকে টিকা ১ এপ্রিল থেকে! বড় ঘোষণা কেন্দ্রের

৪৫ বছরের ঊর্ধ্বে সবাইকে টিকা ১ এপ্রিল থেকে! বড় ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি: জানুয়ারি মাস থেকে টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে গোটা দেশজুড়ে। এতদিন করোনাভাইরাস যোদ্ধাদের, প্রবীণ নাগরিকদের এবং কো-মর্বিডিটি নথি সহ ৪৫ বছরের ওপরের বয়সীদের টিকা দেওয়া হচ্ছিল। এবার এপ্রিল মাসের শুরু থেকেই ৪৫ বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তাদের সকলের টিকাকরণ শুরু হবে। ১ এপ্রিল থেকে তাদের সবাইকে করোনাভাইরাস টিকা দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এক্ষেত্রে লাগবে না কো-মর্বিডিটি নথি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।

এতদিন ৪৫ বছরের ওপর যাদের বয়স ছিল তাদের দ্বিতীয় দফায় করোনাভাইরাস টিকা দেওয়া হচ্ছিল। যারা টিকা নেবেন তাদের কো-মর্বিডিটি নথি দেখাতে হচ্ছিল। কিন্তু আগামী মাস থেকে সেটার আর দরকার পড়বে না। ৪৫ বছরের ওপরে যাদের বয়স তারা সকলেই করোনাভাইরাস টিকা পাবেন বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছেন, চলতি বছরের নতুন করে দেশে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। সেই সংক্রমণের কথা মাথায় রেখেই ৪৫ বছরের ঊর্ধ্বে সকলকে টিকা দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, দেশে এখনো পর্যন্ত প্রায় সাড়ে ৪ কোটি মানুষ করোনাভাইরাস টিকার প্রথম ডোজ পেয়েছেন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮০ লক্ষ মানুষ। করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি হওয়ার ফলে টিকাকরণ প্রক্রিয়া আরো জোরদারভাবে করতে চাইছে কেন্দ্রীয় সরকার। তাই এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

আরও পড়ুন: আরও বাড়ছে ওষুধের দাম! গুনতে হবে ২০% কড়ি!

অন্যদিকে আবার, নতুন ঘোষণা করে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে, কোভিশিল্ড টিকার দ্বিতীয় ডোজ ২৮ দিন পর আর মিলবে না! নিয়ম বদলে এই টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে ৬ থেকে ৮ সপ্তাহের ব্যবধানে। কারণ হিসেবে জানা গিয়েছে, এই টিকার প্রভাব এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি। কেন্দ্রীয় সরকার প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিয়েছে যাতে তারা কোভিশিল্ড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ ৬ থেকে ৮ সপ্তাহের ব্যবধানে ব্যবহার করেন। যদিও টিকা দেওয়ার সময় ৮ সপ্তাহের বেশি হতে পারবে না। তার মধ্যেই দিতে হবে। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তরফে আরও জানানো হয়েছে, শুধুমাত্র সময়ের ব্যবধান বাড়ানো হচ্ছে টিকা দেওয়ার ক্ষেত্রে, কিন্তু নিয়মবিধি একইরকম ভাবে মানতে হবে গ্রাহকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *