বায়ু দূষণ? ২৯৯ টাকা দিলেই মিলবে বিশুদ্ধ অক্সিজেন, চলছে রমরমা ব্যবসা

নয়াদিল্লি: হুক্কা বার, কফি বার,ওয়াইন বার এসব তো পরিচিত৷ অক্সিজেন বার-এর নাম শুনেছেন? আমেরিকা, জাপান, কানাডার শহরবাসী এর সঙ্গে পরিচিত৷ তবে এদেশে প্রথমবার এই অভিনব অক্সিজেন থেরাপির ধারণা নিয়ে এলেন ২৬ বছরের যুবক আর্যবীর কুমার৷ দিল্লির বিষাক্ত বায়ু থেকে কিছু ক্ষনের মুক্তি পেতে দক্ষিণ দিল্লির অভিজাত ‘সিলেক্ট সিটি ওয়াক মল সাকেত’-এ ‘অক্সি পিওর’ অক্সিজেন বারে

বায়ু দূষণ? ২৯৯ টাকা দিলেই মিলবে বিশুদ্ধ অক্সিজেন, চলছে রমরমা ব্যবসা

নয়াদিল্লি: হুক্কা বার, কফি বার,ওয়াইন বার এসব তো পরিচিত৷ অক্সিজেন বার-এর নাম শুনেছেন? আমেরিকা, জাপান, কানাডার শহরবাসী এর সঙ্গে পরিচিত৷ তবে এদেশে প্রথমবার এই অভিনব অক্সিজেন থেরাপির ধারণা নিয়ে এলেন ২৬ বছরের যুবক আর্যবীর কুমার৷

দিল্লির বিষাক্ত বায়ু থেকে কিছু ক্ষনের মুক্তি পেতে দক্ষিণ দিল্লির অভিজাত ‘সিলেক্ট সিটি ওয়াক মল সাকেত’-এ ‘অক্সি পিওর’ অক্সিজেন বারে গ্রাহককে কিভাবে এই পরিষেবা দেওয়া হয় সেবিষয়ে আত্মবিশ্বাসী আর্যবীর জানিয়েছেন, এটা কোনো চিকিৎসা নয়৷ এটা একটা থেরাপি, অনেকটাই স্পা-এর মত৷ যা থেকে সারাদিনের ধকলে কাটিয়ে উজ্জীবনী শক্তি ফিরে পাওয়া যায়৷ এখানে বিশেষ কনসেনট্রটর মেশিনের সাহায্যে হাওয়া থেকে নব্বই শতাংশ অক্সিজেন টেনে নেওয়া যাবে৷এর জন্য গ্রাহককে মুখে একটি মাস্ক লাগাতে হবে যা মেশিনের সঙ্গে যুক্ত থাকবে৷

তবে এই বিশুদ্ধ প্রাণবায়ু গ্রহন করে শরীরকে চাঙ্গা করে তুলতে পকেটও চাঙ্গা থাকতে হবে৷ মাত্র ১৫মিনিটের জন্য আপনাকে গুনতে হবে ২৯৯টাকা ৷ আর মনোরম সুগন্ধি যুক্ত প্রাণবায়ুর জন্য দিতে হবে ৪৯৯টাকা৷ সুগন্ধ বলতে অবশ্যই স্বাস্থ্যসম্মত৷ সুগন্ধি অক্সিজেনের এই তালিকায় আছে ল্যাভেন্ডার, ভ্যানিলা, ইউক্যালিপটাস, পিপারমিন্ট, স্পেয়ার মিন্ট, সিনামন, লেমন গ্রাস,অরেঞ্জ, চেরি সহ আরও নানান সুবাস৷

বিদেশে এই থেরাপি ইতিমধ্যেই রমরমিয়ে চলছে৷ যদিও চিকিৎসকদের মতে ডাক্তারি পরিভাষায় এই থেরাপির কোনো ব্যাখ্যা নেই৷ বরং প্রয়োজন ছাড়া শরীরে আলাদা করে অক্সিজেন ঢুকলে হিতে বিপরীত হতে পারে বলেই মত তাদের৷

তবে অক্সিজেন থেরাপি নিয়ে গ্রাহকের সন্তুষ্টিই আর্যবীরের আত্মবিশ্বাস বাড়িয়েছে৷ সম্প্রতি দিল্লির রেকর্ড দূষণ উৎসাহী মানুষকে আরও বেশী করে অক্সিজেন বারমুখী করে তুলছে৷ আর হবেই বা কেন? যেখানে বিশুদ্ধ জল কিনতে এত টাকা খরচ করছে সাধারণ মানুষ, সেখানে বিশুদ্ধ প্রাণবায়ুর জন্য এতটুকু মূল্য কি আর এমন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *