শিশুদের লিভারের বিরল রোগ নিয়ে সতর্কবার্তা হু’র! করোনার মধ্যেই নতুন আতঙ্ক

শিশুদের লিভারের বিরল রোগ নিয়ে সতর্কবার্তা হু’র! করোনার মধ্যেই নতুন আতঙ্ক

নয়াদিল্লি: বিগত বেশ কয়েকদিন ধরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার পর দেশজুড়ে ফের নতুন করে বাড়তে শুরু করেছে সংক্রমণ। গত সপ্তাহেই দেশজুড়ে এক ধাক্কায় প্রায় ৯৫ শতাংশ বেড়েছে করোনার সংক্রমনের হার। এমতাবস্থায় দেশজুড়ে করোনা নিয়ে নতুন করে বেড়েছে উদ্বেগ, আশঙ্কা। এর মধ্যেই নতুন আতঙ্কের কথা শোনালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা হু। সম্প্রতি হু-এর তরফ থেকে জানানো হয়েছে, বিশ্বজুড়ে দ্রুতগতিতে ছড়াচ্ছে শিশুদের বিরল লিভারজনিত রোগ। আপাতদৃষ্টিতে  এটিকে দেখে হেপাটাইটিস বলে মনে হলেও এখনও পর্যন্ত এই রোগ নির্ধারণ করতে সক্ষম হয়নি কোনও দেশই। এই রহস্যময় রোগে মূলত আক্রান্ত হচ্ছে শিশুরা এবং এতে তাদের লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই ১২টি দেশের ১৬৯ টি শিশু এই রোগে আক্রান্ত হয়েছে বলে খবর। আর তাতেই কার্যত নড়েচড়ে বসে তড়িঘড়ি সর্তকতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শনিবার এই প্রসঙ্গে হু-এর তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, করোনা আবহে হঠাৎ করেই শিশুদের মধ্যে তীব্র হেপাটাইটিসে আক্রান্ত হওয়ার ঘটনা বাড়ছে। ইতিমধ্যেই এই রহস্যজনক রোগে আক্রান্ত হয়ে একটি শিশু মারা গিয়েছে। মূলত একেবারে ছোট শিশুরাই এই রোগের শিকার হচ্ছে এবং এই রহস্যজনক হেপাটাইটিসে আক্রান্ত হওয়ার পর তাদের লিভারের সাংঘাতিক ক্ষতি হচ্ছে। ইতিমধ্যেই ব্রিটেন, যুক্তরাষ্ট্র, স্পেন, ইজরায়েল, ডেনমার্ক, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, ইতালি, নরওয়ে, ফ্রান্স, রোমানিয়া এবং বেলজিয়ামে এই রোগের সন্ধান মিলেছে। যার মধ্যে সবথেকে খারাপ অবস্থা যুক্তরাজ্যে। শুধুমাত্র ব্রিটেনেই ১১৪ টি শিশু এই রহস্যজনক রোগে আক্রান্ত হয়েছে বলে খবর। সাধারণত এক মাস থেকে ১৬ বছর বয়স পর্যন্ত শিশুরাই এই হেপাটাইটিসে আক্রান্ত হচ্ছে এবং এতে তাদের লিভার এতটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে যে ইতিমধ্যেই ১৭ জন শিশুকে লিভার প্রতিস্থাপন পর্যন্ত করতে হয়েছে। তার মধ্যেই একজন মারা গিয়েছে বলে খবর।

 এর পাশাপাশি হুয়ের তরফ থেকে আরও জানানো হয়েছে, যে ১৬৯টি কেস রিপোর্ট করা হয়েছে তার মধ্যে ৭৪ জনের ঠান্ডা লাগা কিংবা ওই ধরনের কোনও ভাইরাস সংক্রমণের সমস্যা রয়েছে। তাদের মধ্যে আবার কুড়ি জন করোনায় আক্রান্ত। এদের মধ্যে ১৯ টি শিশু এমন পাওয়া গিয়েছে যারা করোনা এবং এডিনোভাইরাস উভয়েই আক্রান্ত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে আরও জানানো হয়েছে যে, ইতিমধ্যেই হু-এর চিকিৎসকদের একটি বিশেষ দল এই পুরো বিষয়টি অত্যন্ত নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছেন। তারাই সম্প্রতি জানিয়েছেন যে, এই রহস্যজনক রোগে আক্রান্ত হওয়ায় শিশুদের লিভারের বেশ কিছুটা অংশ অদ্ভুতভাবে ফুলে যাচ্ছে এবং মূলত সেই কারণেই তাদের বিপদ আরও বাড়ছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই ভাইরাসের সঙ্গে করোনার কোনও রকম সম্পর্ক নেই। আবার যুক্তরাষ্ট্রের একাধিক চিকিৎসকরা মনে করছেন এটি এক ধরনের নতুন ঠান্ডা নাগার ভাইরাস যা শিশুদের লিভারকে ক্ষতিগ্রস্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − four =