কলকাতা: এটি এমন রোগ যা যে কোনও মানুষকে ভয় পাইয়ে দিতে পারে। এই রোগের নাম শুনলেই যেন ঘুম উড়ে যায়, আতঙ্ক তৈরি হয়। শুধু রোগীকে শেষ করে দেয় না এই রোগ, রোগীর পরিবারের ওপরেও বড় প্রভাব ফেলে। কিন্তু ক্যানসার নিয়ে সাম্প্রতিক সময়ে যে গবেষণা সামনে এসেছে তা আশার আলো দেখাচ্ছে। সম্প্রতি জানা গিয়েছে এমন একটি ওষুধ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা, যা ক্যান্সার নির্মূলে সক্ষম৷ এই খবরে তো খুশি সকলেই। এবার একটি ধারণাও বদলাতে চলেছে। ক্যানসার মানেই আর কেমোথেরাপি নয়।
আরও পড়ুন- এক ওষুধেই গায়েব ক্যানসার! যুদ্ধজয়ের পথে বিজ্ঞানীরা
‘আমেরিকান সোসাইটি অব ক্লিনিক্যাল অনকোলজি’ এবং ‘নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন’-এ প্রকাশ পেয়েছে ক্যানসার নিয়ে নয়া গবেষণা। তাতে বলা হচ্ছে, সকল ক্যানসার রোগীর কেমোথেরাপি আর রেডিয়োথেরাপি না নিলেও চলবে। মূলত কোলোন ক্যানসার এবং স্তন ক্যানসারে এই দুই থেরাপি নাও করা যেতে পারে। আসলে অনেক রোগী এই পদ্ধতিতে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। তাই গবেষকরা বোঝার চেষ্টা করছেন যে, আদতে কাদের বা কোন ধরণের রোগীদের এই থেরাপি প্রয়োজনীয়। ক্যানসার চিকিৎসায় বহু রোগীকে অস্ত্রোপচারের পর কেমোথেরাপি আর রেডিয়োথেরাপি দেওয়া হয়। কেউ কেউ এমনই সুস্থ হয়ে গেলেও এই থেরাপির পর বিভিন্ন সমস্যায় পড়েন। তাই এখন এই সংক্রান্ত ইস্যু নিয়ে গবেষণা চলছে।
গবেষণা পত্রে জানান হয়েছে, ইতিমধ্যেই ৪৫৫ জন ক্যানসার রোগীর অস্ত্রোপচারের পর একটি রক্তপরীক্ষা করে দেখা গিয়েছে, তাদের বেশিরভাগই ক্যানসার মুক্ত। তাই তাদের আর কোনও ভাবেই কোনও রকম থেরাপির দরকার নেই। কোলোন এবং স্তন ক্যানসারে আক্রান্ত দুই ধরণের রোগীর ওপরই সমীক্ষা চালান হয়। তাই এই গবেষণা যে আশার আলো দেখাচ্ছেই তা বলাই বাহুল্য।