কী হতে চলেছে করোনার ভবিষ্যৎ? মাস্ক কি আর দরকার

কী হতে চলেছে করোনার ভবিষ্যৎ? মাস্ক কি আর দরকার

b78d0b69d31d42bd2fcd09aab5263c17

কলকাতা: করোনা ভাইরাস তৃতীয় ঢেউয়ের শঙ্কা কেটে গিয়েছে। চতুর্থ ঢেউ যে আসছে না সে ব্যাপারে মোটামুটি ইঙ্গিত মিলে গিয়েছে বিশেষজ্ঞদের একাংশের থেকে। এদিকে আবার দেশের কোভিড গ্রাফও নিম্নমুখী। বিগত বেশ কয়েক দিন ধরেই দৈনিক আক্রান্ত এবং মৃত্যু কমছে বা একই জায়গায় থাকছে। এই অবস্থায় দাঁড়িয়ে এখন একটাই প্রশ্ন সকলের মাথায় ঘুরপাক খাচ্ছে। তাহলে করোনা ভবিষ্যৎ কী এখন? মাস্ক যে আর দরকার নেই তাও মনে করছেন অনেকে।

আরও পড়ুন- শূকরের হৃদপিণ্ড প্রতিস্থাপন হয়েছিল, ২ মাস পর মৃত্যু ব্যক্তির

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অনেক আগেই সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে পরামর্শ দেওয়া হয়েছিল যে, অতিরিক্ত কোভিড বিধি তুলে নিতে। একই সঙ্গে বিভিন্ন পরিষেবা স্বাভাবিক করতে। সেই প্রেক্ষিতে নির্দেশ মেনেছে রাজ্যগুলি। প্রায় সব পরিষেবা স্বাভাবিক করা হয়েছে। পাশাপাশি ফের একবার স্বাভাবিক হতে চলেছে আন্তর্জাতিক বিমান পরিষেবা। তাহলে কি এটাই করোনার ইতি বলে মানা যাবে? তাহলে কি মাস্ক পুরোপুরি বর্জনের সময় এসে গিয়েছে? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে তাতে করোনাভাইরাস মানুষের মধ্যে থেকে যাবে, তবে আর বাড়াবাড়ি সৃষ্টি করবে না। তাই এই নিয়ে আরও আতঙ্কিত হওয়ার কারণ নেই। তাদের বক্তব্য, প্যানডেমিক এবং এন্ডেমিক হওয়ার পথেই চলে এসেছে। তাই ভাইরাস নিয়ে অযথা চিন্তা করারও কোনও দরকার নেই।

তাহলে মাস্ক? এই বিষয়ে বিশেষজ্ঞদের বক্তব্য, এর আগে মানুষ মোটামুটিভাবে কোভিড বিধি মেনেছিল কিন্তু তাও নতুন করে ঢেউ এসেছে। তাই হলফ করে বলা যাবে না যে ঠিক কী কারণে নতুনভাবে সংক্রমণ ছড়িয়েছিল। এক্ষেত্রে মাস্ক ব্যবহার করে যে সংক্রমণ ১০০ শতাংশ আটকানো যাবে তাও নয়। কিন্তু মাস্ক পরলে অনেকটাই সুরক্ষিত থাকা যায় বলে মত তাদের। শুধু করোনা নয়, আরও অনেক ভাইরাস থেকে মাস্ক সুরক্ষা দিতে পারে বলেও জানাচ্ছেন তারা। তাই বাইরে বেরলে মাস্ক পরে থাকা যে ভাল হবে তা বলতে বাধাপ্রাপ্ত হচ্ছেন না তারা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *