এবার পিজিতে রোগীর অপারেশন করাবে ৩০ কোটির রোবোট

কলকাতা: প্রায় ৩০ কোটি টাকার রোবোট আসছে পিজি হাসপাতালে! রাজ্যের সরকারি হাসপাতালে তো প্রথমই, গোটা পূর্ব ভারতের স্বাস্থ্যক্ষেত্রেও রোবোটিক সার্জারির দিকে এগনোর জন্য এটাই প্রথম ধাপ বলে স্বাস্থ্য দপ্তর ও পিজি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। সোমবার পিজিতে পরীক্ষামূলকভাবে রোবোট আনা হয়। রোবোটিক সার্জারিতে কী কী লাভ, শুরু হয়েছে তার প্রশিক্ষণও। চলবে বুধবার পর্যন্ত। পিজি সূত্রের

7c4409a66ddb9d2077aac2322b044e65

এবার পিজিতে রোগীর অপারেশন করাবে ৩০ কোটির রোবোট

কলকাতা: প্রায় ৩০ কোটি টাকার রোবোট আসছে পিজি হাসপাতালে! রাজ্যের সরকারি হাসপাতালে তো প্রথমই, গোটা পূর্ব ভারতের স্বাস্থ্যক্ষেত্রেও রোবোটিক সার্জারির দিকে এগনোর জন্য এটাই প্রথম ধাপ বলে স্বাস্থ্য দপ্তর ও পিজি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। সোমবার পিজিতে পরীক্ষামূলকভাবে রোবোট আনা হয়। রোবোটিক সার্জারিতে কী কী লাভ, শুরু হয়েছে তার প্রশিক্ষণও। চলবে বুধবার পর্যন্ত। পিজি সূত্রের খবর, পুকুরপারের ধারের প্রস্তাবিত আউটডোর বাড়ির আট ও নয় তলায় হতে পারে রোবোটিক সার্জারির অপারেশন থিয়েটার। সম্ভবত রোবোটটিও থাকবে সেখানে।

হাসপাতাল সূত্রের খবর, কম সময়ে, কম রক্তপাতে, নিখুঁত অপারেশনের জন্য রোবোটিক সার্জারি গোটা দেশে দিন দিন জনপ্রিয় হচ্ছে। এইমস দিল্লি, এইমস ঋষিকেশ, এসজিপিজিআই লখনউ, মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতাল সহ শীর্ষ স্বাস্থ্যক্ষেত্রগুলিতে ইতিমধ্যে ফোর্থ জেনারেশনের রোবোট এসে গিয়েছে। কিন্তু, কেন এত জনপ্রিয় হচ্ছে এ ধরনের সার্জারি?

চিকিৎসকরা জানান, শরীরের অভ্যন্তরে যেখানে সার্জেনের হাত সহজে পৌঁছয় না, আর পৌঁছলেও ত্রুটি-বিচ্যুতি এড়িয়ে অপারেশন করা কঠিন হয়ে পড়ে, সেখানে সহজেই পৌঁছে যায় রোবোটের হাত। সার্জেনের হাতের স্বাভাবিক মুভমেন্ট বা চলনের তুলনায় রোবোটের হাতের মুভমেন্টের রকমফেরও অনেক বেশি। প্রায় সাত ধরনের মুভমেন্ট করতে পারে ওই যান্ত্রিক হাত। এক্ষেত্রে একটি কনসোল বা খোপের মতো অংশে বসে রোবোটকে নিয়ন্ত্রণ করেন সার্জেন। রোবোটটি অপারেশন করতে থাকে। সার্জেন যেভাবে পরিচালনা করবেন, অপারেশনও সেভাবে চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *