গরম, হঠাৎ বৃষ্টি, হালকা ঠান্ডাভাব! অন্য ভাইরাসের দাপট বাড়ছে

গরম, হঠাৎ বৃষ্টি, হালকা ঠান্ডাভাব! অন্য ভাইরাসের দাপট বাড়ছে

f96809b6f946e994b1a28bce82ecde38

কলকাতা: ঋতু পরিবর্তন বা সিজন চেঞ্জের সময়টা এমনিতেই নানা রোগভোগ হয়। আর করোনাকালের পর থেকে যেন ভাইরাসের দাপট আরও একটু বেড়ে গিয়েছে আগের থেকে। ইতিমধ্যেই একাধিক ভাইরাসের সংক্রমণের ছবি ধরা পড়েছে বাংলা তথা দেশে। তাই সাধারণ মানুষ যে একটু ভয়ে ভয়ে আছে তা বলাই বাহুল্য। আর থাকবেই না কেন। এই মুহূর্তে আবহাওয়া যেমন ঘনঘন রূপ বদল করছে তাতে অন্য ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। 

আরও পড়ুন- চিকিৎসার খরচ নিয়ন্ত্রণে জোর, বেসরকারি হাসপাতাল-নার্সিংহোম নিয়ে পদক্ষেপ

করোনা ভাইরাস সংক্রমণ আপাতত যখন ভুলতে বসেছে মানুষ, ঠিক তখনই অ্যাডিনোভাইরাস, H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের দাপট বৃদ্ধি হয়েছে। বহু শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে, মৃত্যুও হয়েছে অনেকের। বয়স্ক থেকে প্রাপ্ত বয়স্ক, সকলেই ভাইরাসের দাপটে কাবু। এর প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে, আচমকা আবহাওয়ার বদল। মাঝে কয়েক দিন কিছুটা গরম অনুভূত হচ্ছিল, তারপর হালকা ঠান্ডা ভাব, এখন আবার বৃষ্টির পরিবেশ। কয়েক সপ্তাহ পর কালবৈশাখী আসার পূর্বাভাসও দেওয়া হয়েছে। ফলত চিকিৎসকরা মনে করছেন, শিশুদের মধ্যে আবার H3N2-র মতো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণ বেড়ে গিয়েছে।