ভয় ধরাচ্ছে বার্ড ফ্লু! হাসপাতালে ভর্তি হচ্ছে একের পর এক আক্রান্ত শিশু

কলকাতা: বর্ষা মানেই রোগের বাড়বাড়ন্ত৷ ডেঙ্গি, ম্যালেরিয়ার প্রকোপ তো বাড়েই, সেই সঙ্গে দোসার এবার বার্ড ফ্লু। ন’দিনের ব্যবধানে ছটি শিশুর বার্ড ফ্লু পজেটিভ হওয়ার খবর…

কলকাতা: বর্ষা মানেই রোগের বাড়বাড়ন্ত৷ ডেঙ্গি, ম্যালেরিয়ার প্রকোপ তো বাড়েই, সেই সঙ্গে দোসার এবার বার্ড ফ্লু। ন’দিনের ব্যবধানে ছটি শিশুর বার্ড ফ্লু পজেটিভ হওয়ার খবর মিলেছে স্বাস্থ্য ভবন সূত্রে৷ আক্রান্তেরা মালদহ, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। ভয় ধরাচ্ছে কলকাতাও৷ কেননা কলকাতার এন্টালি, হালতুরের দুই শিশুর মধ্যেও মিলেছে বার্ড ফ্লুর ভাইরাস৷ তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক৷ আইসিইউ-তে ভর্তি রয়েছে৷ পার্ক-সার্কাসের শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তারা।

এর আগে ফেব্রুয়ারি মাসে বার্ড ফ্লু আক্রান্তের খবর জানা গিয়েছিল৷ জুলাই মাসেও বার্ড ফ্লু আক্রান্তের খবর মেলে। ঘটনার ন’দিনের মাথায় শিশুদের শরীরে মিলল এই জীবানু৷ যা নিয়ে চিন্তায় পড়েছেন চিকিৎসকরা৷ কারণ এই শিশুরা বিভিন্ন এলাকার৷ তাঁরা একটি হাসপাতালে থাকলেও অন্যান্য হাসপাতালেও কোনও শিশু ভর্তি রয়েছে কি না সেই পরিসংখ্যান স্পষ্ট নয়৷