নভেম্বরের পর রেকর্ড সংক্রমণ এ মাসে! আবার আতঙ্ক বাড়াচ্ছে করোনা

নভেম্বরের পর রেকর্ড সংক্রমণ এ মাসে! আবার আতঙ্ক বাড়াচ্ছে করোনা

4e1fbbe1a9ea2dbc67ea34b0703f67d8

নয়াদিল্লি: দৈনিক সংক্রমণে নতুন রেকর্ড করল করোনাভাইরাস। ‌ নভেম্বরের পর দিনপ্রতি সংক্রমণ এত বাড়েনি দেশে। স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, টানা পাঁচদিন ১৩,০০০-এর উপর মানুষ ভাইরাস আক্রান্ত হয়েছেন। তাই গত বছরের মতো ফের একবার এ বছরের শুরুতে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক বাড়ছে।

করোনাভাইরাসের নতুন স্ট্রেনের জন্য এই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই মহারাষ্ট্র থেকে শুরু করে ছত্রিশগড়, পঞ্জাবে ভাইরাসের প্রকোপ বেড়েছে। পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে অনুমান করা হচ্ছে আগামী কয়েক দিন পরেই হয়তো এই সমস্ত রাজ্যের লকডাউন কার্যকরী হয়ে যেতে পারে। সবচেয়ে আগে লকডাউন কার্যকরী হবার সম্ভাবনা রয়েছে মহারাষ্ট্রে, কারণ সেই রাজ্যের দিনপ্রতি প্রায় ৬০০০ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, নতুন প্রজাতির করোনা ভাইরাসের সংক্রমণ আগামী বেশ কয়েক দিনে আরো বৃদ্ধি পাবে। তাই এখন থেকে যদি সাধারণ মানুষ আগের মতো সচেতন না হয় তাহলে দুর্ভোগ রয়েছে সকলের জন্য। 

তবে বাকি রাজ্য গুলির মত পশ্চিমবঙ্গের অবস্থা এখনও তেমন শোচনীয় হয়নি। জানা গিয়েছে, দিনপ্রতি সংক্রমণের সংখ্যা বাড়লেও এখনও তা নিয়ে চরম আশঙ্কার পরিস্থিতি তৈরি হয়নি। তবে কয়েকটি জেলায় সংক্রমণ বৃদ্ধি হলেও এমন কয়েকটি জেলা রয়েছে যেখানে এখনও পর্যন্ত নতুন করে আক্রান্তের হদিস মেলেনি। তবে আশার খবর এই, পশ্চিমবঙ্গের সুস্থতার হার এখনো অনেকটাই বেশি সংক্রমণের হারের থেকে। এই কারণে এ রাজ্যেও চিকিৎসকরা এখনো পর্যন্ত মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করার পক্ষেই কথা বলছেন। একই সঙ্গে আগের মতো সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছেন। এদিন বাংলার মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৭৪ হাজার ৯৯ জন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *