আঁচিল থেকে স্কিন ক্য়ানসারের ঝুঁকি! দ্রুত ডাক্তার দেখান

কলকাতা: আঁচিল হচ্ছে শরীরের বিভিন্ন জায়গায়? হতে পারে মারণরোগের হাতছানিকেন আঁচিল হয় জানেন? বেশি দেরি হয়ে গেলে আর কোনও উপায় নেই> গলার চারধারে বা পিঠে…

কলকাতা: আঁচিল হচ্ছে শরীরের বিভিন্ন জায়গায়? হতে পারে মারণরোগের হাতছানিকেন আঁচিল হয় জানেন? বেশি দেরি হয়ে গেলে আর কোনও উপায় নেই>

গলার চারধারে বা পিঠে অনেকের আবার বগলেও থাকে আঁচিল৷ কিন্তু এই আঁচিল অস্বাভাবিক দেখতে হলে আপনার সঙ্গে সঙ্গেই হতে হবে সতর্ক৷ কারণ একটা আঁচিলই ডাকতে পারে আপনার জীবনে বড় বিপদ৷ শুরুতেই চিহ্নিত হলে তার চিকিৎসা পদ্ধতিও সহজ। কিন্তু দেরি হলে পরে আর কোনও উপায় থাকে না। অস্বাভাবিক আঁচিল হত স্কিন ক্যানসারের একটা বড় লক্ষণ৷

মেলানোমা নামক ত্বকের ক্যানসারে প্রতিবছর প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছেন ইংল্যান্ডের বিশেষজ্ঞরা। প্রথমে জানুন শরীরের বিভিন্ন জায়গায় আঁচিল হওয়ার কারণ আসলে কী? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ত্বকে কাটার মাধ্যমে প্রবেশ করে এবং সংক্রমণ ছড়ায়। একবার এই ভাইরাস শরীরে প্রবেশ করলে অনেক জায়গায় আঁচিল দেখা দিতে পারে। আক্রান্ত ব্যক্তির ব্যক্তিগত জিনিস যেমন তোয়ালে, সাবান, শেভিং কিট বা অন্তর্বাস ব্যবহার করলে ভাইরাল ব্যবহারকারীর শরীরে প্রবেশ করতে পারে।

এছাড়া ত্বকের বাইরের স্তরে কিছু কোষের অতিরিক্ত বৃদ্ধি হলে আঁচিল তৈরি হয়। ত্বকের দুটি স্তর পরস্পর ঘষা খেলেও অনেক সময় আঁচিল হতে পারে। সেই কারণে অনেক সময় বগল, চোখের পাতা, কুচকি, গলা কিংবা ঘাড়ে আঁচিলের আধিক্য হয়। ডায়াবিটিস কিংবা স্থূলতাও শরীরে অতিরিক্ত আঁচিলের কারণ হতে পারে। জিনগত কারণেও শরীরে আঁচিল দেখা দিতে পারে। শরীরে মেলানিনের ক্ষরণ বেড়ে গেলেও আঁচিল হয়। সূর্যের তাপে অনেক ক্ষণ থাকলে চামড়া পুড়ে যায়, সেই কারণেও আঁচিল হতে পারে।

আঁচিলে বিশেষ কোনও ক্ষতি হয় না, তবে এই আঁচিলগুলো যদি শরীরের কোনও কোনও স্থানে অস্বাভাবিকভাবে দেখা যায় এবং অনেক দিন ধরে থাকে তাহলে তা ক্যানসারের কারণও হতে পারে। এই ধরনের আঁচিলকে উপেক্ষা করা উচিত না। আঁচিল বাড়তে থাকলে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *