ভুলেও উপড়ে ফেলবেন না এই গাছটা! কঠিন অসুখ সারায়

কলকাতা: বিষাক্ত ভেবে বড়সড় ভুল করছেন না তো?আগাছা নয় কিন্তু।বাড়িতে এটা থাকলে আর কোন ওষুধ লাগবে না?বড় বড় রোগ সারিয়ে দেবে? অলৌকিক গাছ নাকি? এই…

Picsart 24 07 17 01 42 57 992

কলকাতা: বিষাক্ত ভেবে বড়সড় ভুল করছেন না তো?আগাছা নয় কিন্তু।বাড়িতে এটা থাকলে আর কোন ওষুধ লাগবে না?বড় বড় রোগ সারিয়ে দেবে?

অলৌকিক গাছ নাকি? এই পাতার পেস্ট যেন ধন্বন্তরি। দেখে চিনতে পারছেন গাছটাকে?

নাম মাদার গাছ। খুবই উপকারী। শুধু রোগ ব্যাধি নিরাময় করে না, চাষ বাসেও ব্যাপক ভাবে ব্যবহৃত হয়। আসল ফ্যাক্ট হলো, এই গাছটা বিষাক্ত উদ্ভিদের তালিকায় রয়েছে। কিন্তু উপকার এর লিস্ট লম্বা।
ব্যথা আর ফোলায় দারুন কাজ করে। গ্রামাঞ্চলে জয়েন্টের ব্যথা ফোলা কমাতে এই পাতার পেস্ট লাগালে তাৎক্ষণিক উপশম হয়। এছাড়া মাদার পাতার রস শরীরের বিভিন্ন অংশের ব্যথা কমাতেও সহায়ক।
কিন্তু আগেই বলেছি যেহেতু বিষাক্ত উদ্ভিদের তালিকায় রয়েছে মাদার গাছের নাম তাই, এটা ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরী। এটা কিন্তু খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। না হলে বড় বিপদ হতে পারে।

অবশ্য মাদার কাজ বললে অনেকে নাও বুঝতে পারেন। বরং অনেকে স্থানীয় ভাষায় একে আক, আকদা বা সিন্দুকও বলে। নামগুলো বলে দিলে চিনতে সুবিধা হবে। এই মাদার গাছের অনেক মহিমা। শুধু ব্যথা বা ফোলা কমাতেই নয়, চর্মরোগের চিকিৎসাতেও এর বড় ভূমিকা রয়েছে।

হ্যাঁ, মাদার পাতার রস স্ক্যাবিস, দাদ এবং একজিমার মতো চর্মরোগের চিকিৎসায় বেশ কার্যকর।আসলে, আয়ুর্বেদ অনুসারে এটা একটা ঔষধি গাছ যা ভারতীয় চিকিৎসা ব্যবস্থায় বহু শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে। এমনকি আধুনিক চিকিৎসায়ও এই উদ্ভিদ ব্যবহার করা হয়।

হজমের উন্নতি করে। মাদার পাতার ক্বাথ হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে। পেটের সমস্যা যেমন গ্যাস, কোষ্ঠকাঠিন্য এবং বদহজম থেকে মুক্তি দেয়। এটা খেলে খিদে বাড়ে। শ্বাসযন্ত্রের সমস্যা যেমন কাশি, হাঁপানি এবং ব্রঙ্কাইটিসের মতো শ্বাসকষ্টের চিকিৎসাতেও মাদার গাছ কার্যকর। এই পাতার ধোঁয়া শ্বাসকষ্ট কমায়, শ্বাসতন্ত্রকে পরিষ্কার রাখে।

জ্বরে ভুগছেন? মাদার পাতার রস তাতেও দারুন কাজের। এমনকি দাঁত ও মাড়ির সমস্যা যেমন পাইরিয়া, মাড়ি ফোলা, দাঁতের ব্যথা থেকেও মুক্তি দেয় এই রস। এর নিয়মিত ব্যবহারে দাঁত মজবুত হয়, সংক্রমণ মুক্ত থাকে।

জানলে অবাক হবেন, সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গেছে যে মাদার গাছ ক্যানসার প্রতিরোধী বৈশিষ্ট্য রয়েছে। শুরুতেই বলেছিলাম চাষের কথা, কীটনাশক হিসেবেও এটা কাজে লাগে। কিন্তু যে কোনো রোগের ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া ভুলেও ব্যবহার করবেন না মাদার গাছের পাতা বা রস।