মাঝেমাঝেই পা ফুলে যায়! হার্ট-কিডনি সুস্থ তো?

কলকাতা: মাঝেমাঝেই কি পা ফুলে যায়? ভাবছেন বাতের ব্যাথা? সাবধান কিন্তু! কিডনি বিকল হওয়ার মতো মারাত্মক কিছু ঘটতে পারে৷ পা ফুলে যায় মাঝে মাঝেই কিন্তু…

কলকাতা: মাঝেমাঝেই কি পা ফুলে যায়? ভাবছেন বাতের ব্যাথা? সাবধান কিন্তু! কিডনি বিকল হওয়ার মতো মারাত্মক কিছু ঘটতে পারে৷ পা ফুলে যায় মাঝে মাঝেই কিন্তু আপনি বিশেষ পাত্তা দেন না৷ এখানে হয়ে যাচ্ছে মারাত্মক ভুল৷ কারণ চিকিত্সকেরা বলছেন, এই পা ফুলে যাওয়ার নেপথ্যে একাধিক গুরুতর কারণ থাকতে পারে। তার মধ্যে প্রথমেই আসে হার্ট ও কিডিনি সংক্রান্ত কারণ৷ অনেকের আবার এমনি বেশিক্ষণ বসে থাকলেও পা ফুলে যায় তবে সেটাও হতে পারে এধরণের রোগের আগাম আভাস৷

বিশেষজ্ঞরা বলছেন পা ফুলে যাওয়ার অন্যতম কারণ হল হৃৎস্পন্দন কম থাকা কিংবা হার্টের কার্যকারিতা না থাকা। কারণ একাধিক কার্ডিওলজিস্টের মতে পা ফুলে যাওয়া আসলে রোগ নয়৷ তবে এটা আসলে একটি উপসর্গ। হঠাত হঠাত পা ফুলে যাওয়া কোনও এক রোগের ইঙ্গিত দিতে পারে। তিনি বলেন, কিডনি অথবা হার্ট সংক্রান্ত কোনও রোগের সঙ্গে এই পা ফোলার যোগসূত্র থাকতে পারে।

এখন প্রশ্ন হল আপনি বুঝবেন কীভাবে? আপনার পরিবারের কারোর যদি এমনটা হয় তাহলে? ভালো করে শুনুন৷ চিকিত্সকেরা বলছেন, সাধারণত কিছু মানুষের পায়ে ফোলাভাব থাকে, তবে রাতে বিশ্রামের পরে আবার সেই ফোলাভাব চলে যায়। তবে খেয়াল করে দেখুন যদি ঘুমানোর পরেও ফোলাভাব না কমে এবং হাঁটাচলা করতে অসুবিধা হয় কিংবা পায়ে সমস্যা শুরু হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ সেখান থেকে কোনও গুরুতর সমস্যা শুরু হতে পারে৷

প্রথমেই হার্ট সংক্রান্ত সমস্যার কথা বলি৷ হার্ট ফেলিওরের অর্থ হল হৃৎপিণ্ড সঠিক ভাবে কাজ করতে পারছে না। এর প্রাথমিক লক্ষণ হল শ্বাসকষ্ট। তিনি বলেন, এর কারণে ফুসফুসে রক্ত জমে শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে। এর পরেই পা ফুলে যায়। আর এই সমস্যা বাড়তে থাকে। তবে শুধু হার্ট নয় কিডনির ক্ষেত্রেও হতে পারে বড় সমস্যা৷ যার বড় লক্ষণ হল পা ফোলা৷ অনেক সময়ে কিডনিতে অবস্থিত সূক্ষ্ম নালিগুলি ক্ষতিগ্রস্থ হলে ‘নেফ্রোটিক সিনড্রোম’ দেখা যায়। এই সমস্যায় ফুলে যেতে পারে পা। আবার অনেক সময়ে কিডনির সমস্যায় সোডিয়ামের ভারসাম্য নষ্ট হয়। এর ফলে পা ফুলে যায়। খনিজ লবণের ভারসাম্যের হারালে শরীরের পেশিতে টান লাগার সমস্যা তৈরি হয়। মূলত ক্যালশিয়াম ও ফসফরাসের সমস্যায় এমন ঘটনা ঘটে। সুতরাং পায়ের পাতা ও গোড়ালি ফুলে গেলে অবহেলা না করে পরামর্শ নিতে হবে চিকিৎসকের।

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *