এখনও অনুমোদন দিল না WHO! ‘কোভ্যাক্সিন’ নিয়ে জটিলতা বাড়ছে

এখনও অনুমোদন দিল না WHO! ‘কোভ্যাক্সিন’ নিয়ে জটিলতা বাড়ছে

5a24ef6d655ea4b21b6de2f83088789e

নয়াদিল্লি: একাধিক ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র পেয়ে গেলেও এখনও পর্যন্ত পায়নি ভারতের তৈরি করোনাভাইরাস টিকা, কোভ্যাক্সিন। বিগত কয়েক মাস ধরেই টিকার ছাড়পত্র পাওয়ার ব্যাপারে কাজ চালাচ্ছে প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক। কিন্তু এখনো পর্যন্ত এই টিকাকে ছাড়পত্র দিচ্ছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজ এই নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা থাকলেও আখেরে কিছুই হয়নি। টিকা প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে আরও কিছু ব্যাপারে উত্তর চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই এবারেও অনুমোদন পেল না ভারতের কোভ্যাক্সিন। 

জানা গিয়েছে, এই টিকার সুবিধা এবং ঝুঁকি নিয়ে চূড়ান্ত মূল্যায়ন করতে এই টিকা প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে আরও বেশ কিছু ব্যাপারে জানতে চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই সব কিছু মূল্যায়ন করা হলেই তারা টিকাকে ছাড়পত্র দেবে বলে জানা গিয়েছে। এই প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়েছে, বিশ্বব্যাপী টিকার ব্যবহারের ক্ষেত্রে যে বিষয়গুলির ওপর নজর দিতে হয় তা মূল্যায়ন করতে গেলে এই টিকা প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে অতিরিক্ত উত্তর লাগবে। সেই উত্তর পাওয়া গেলেই মূল্যায়ন করা সম্ভব হবে এবং তার জন্য এখনো পর্যন্ত এই টিকাকে অনুমোদন দেওয়া হচ্ছে না। আগামী ৩ নভেম্বর এই বিষয়ে আবার আলোচনায় বসা হবে বলে খবর। সেদিন হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে ভারতের এই ভ্যাকসিন নিয়ে।

ভারত বায়োটেক এই টিকা অনুমোদনের জন্য গত এপ্রিল মাসেই নথি পেশ করেছিল। সংস্থার দাবি করেছে, তাদের ভ্যাকসিন করোনাভাইরাস প্রতিরোধে যথেষ্ট বেশি কার্যকরী। যদিও অন্যান্য ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের রিপোর্ট আগে বেরিয়ে গেলেও এই ভ্যাকসিনের বেরোতে অনেক দেরি হয়েছে। তখন থেকেই এই ভ্যাকসিন নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছিল যা এখনো অব্যাহত রয়েছে। কিন্তু জানুয়ারি মাস থেকে টিকাকরণ শুরু হওয়ার পর এখনো পর্যন্ত বহু সংখ্যক মানুষ ইতিমধ্যেই এই ভ্যাকসিন নিয়ে ফেলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *