নিউইয়র্ক: বদলে গেল ফেসবুকের নাম৷ মার্ক জুকারবার্গের সংস্থার নতুন নাম হল মেটা৷ বদলে গিয়েছে লোগোও৷ মেটার লোগো হয়েছে নীল রঙের৷ কিছুটা ‘ইনফিনিটি’ চিহ্নের মতো। ‘মেটাভার্স’-এর লক্ষ্য থেকেই নয়া নামকরণ বলে জানা গিয়েছে। এদিকে, মার্ক জুকেরবার্গ নতুন নাম ঘোষণার পরেই সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং হয় হ্যাশট্যাগ ডিলিট ফেসবুক (#DeleteFacebook)।
আরও পড়ুন- এবার ফেসবুক মেসেঞ্জার হতে চলেছে আরও আকর্ষণীয়
ফেসবুকের এই নাম পরিবর্তন নিয়ে নানা মত নেটিজেনদের মধ্যে৷ কেউ কেউ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷ কেউ আবার বলেছেন ফেসবুক হিসাবেই তা পরিচিত থাকবে৷ #DeleteFacebook নিয়ে ক্ষোভ উগড়ে এক নেটিজেন লিখেছেন, “আপনি পারমাণবিক অস্ত্রের চেয়েও বেশি বিপজ্জনক। শুধুমাত্র লাভের চিন্তা করেন। সারা বিশ্ব কোনদিকে ঘুরছে সেটা আপনি জানেন।” এদিকে এদিন লাইভ-স্ট্রিমড ভার্চুয়াল এবং অগমেন্টেড রিয়েলিটি কনফারেন্সে বক্তব্য রাখার সময় জুকারবার্গ বলেন, ‘নতুন নামটি সোশ্যাল মিডিয়া পরিষেবার পরিবর্তে মেটাভার্সে বিনিয়োগের লক্ষ্যকেই তুলে ধরে।’ সংস্থার সিইও জানান, সামাজিক সমস্যাগুলির সঙ্গে লড়াই করা এবং ক্লোজড প্ল্যাটফর্মের অধীনে থেকে তাঁরা অনেক কিছু শিখেছেন৷ এখন সময় এসেছে সেই শিক্ষা থেকে পরবর্তী অধ্যায় তৈরি করা৷
সেই সঙ্গে জুকারবার্গ আরও বলেন, ‘‘আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি যে আজ থেকে আমাদের সংস্থা মেটা নামে পরিচিত হল। আমাদের লক্ষ্য বদলাচ্ছে না৷ সকলকে একত্রিত করার লক্ষ্যে আমাদের অ্যাপস এবং ব্র্যান্ডগুলি এগিয়ে চলবে। সেগুলির কোনও পরিবর্তন হচ্ছে না৷’