ইউটিউব হারিয়ে যাবে? X আনছে বড় প্ল্যাটফর্ম

ইউটিউব হারিয়ে যাবে? X আনছে বড় প্ল্যাটফর্ম

3 stocks recomended

youtube x tv

নয়াদিল্লি: এবার চাপে পড়বে YouTube, কী করতে যাচ্ছে মাস্কের X? আপনার সুবিধা কোথায়?

জনপ্রিয় X youtube x tv

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে তুমুল জনপ্রিয় X- এবার টক্কর নিতে চলেছে গুগল-মালিকানাধীন ইউটিউবের সঙ্গে। IANS-এর সূত্রের খবর, X-এর সিইও Linda Yaccarino ঘোষণা করেছেন যে শীঘ্রই একটি Tv App আনতে চলেছে এলন মাস্কের X প্ল্যাটফর্ম। যেখানে উচ্চ মানের ভিডিও High Quality Video আপলোড করতে পারবেন ব্যবহারকারীরা। X টিভি অ্যাপ-এর ইউজার ইন্টারফেস হতে চলেছে তা অনেকটা YouTube-এর মতোই।

জানা গেছে, ট্রেন্ডিং ভিডিও অ্যালগরিদম মেনে এতে ভিডিও পাবেন ব্যবহারকারীরা। ক্রস ডিভাইস এক্সপেরিয়েন্স নিতে পারবেন ব্যবহারকারীরা। ইচ্ছেমতো ভিডিও সার্চ করে খুঁজে পাওয়া যাবে। এমনভাবে ট্রেন্ডিং অ্যালগরিদম তৈরি করা হয়েছে যাতে সবার আগে সবচেয়ে প্রথমে সেই সময়ের ভিডিও কনটেন্ট হাতের কাছে পান ব্যবহারকারীরা। ভিডিও সাজিয়ে রাখার জন্য ব্যবহার করা হয়েছে AI-প্রযুক্তিও। X-এর সিইও Linda Yaccarino জানিয়েছেন, এই বিষয়ে যত কাজ এগোবে আরও তথ্য জানানো হবে।

 

Business: Explore the future of YouTube as X introduces a new platform in 2024. What changes can we expect for viewers and content creators?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =