পদার্থবিদ্যায় PhD, ঝরঝরে ইংরেজি বলা যুবতী বিক্রি করেন সবজি, দেখুন ভিডিও

কেন চাকরির চেষ্টা করেননি তা জিজ্ঞাসা করলে যুবতী জানান, তাঁর বেসরকারি চাকরির প্রতি কোনও ভরসা নেই। সরকারি চাকরি তিনি পাননি, কারণ তিনি মুসলমান।

ইন্দোর: করোনার জেরে অনেক কল-কারখানাতেই তালা পড়েছে ইতিমধ্যেই। কোথাও আবার খুললেও, অর্ধেকের ওপর লোককে ছাঁটাই করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে কেউ সবজি বিক্রি করছেন তো কেউ ফল বিক্রি করতে শুরু করেছেন। এরই মধ্যে মধ্যপ্রদেশের ইন্দোরের এক সবজিওয়ালার ভিডিও ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ঝরঝরে ইংরেজিতে কথা বলা ওই সবজিওলা জানিয়ে দিলেন তিনি ফিজিক্সে পিএইচডি করেছেন! 

আরও পড়ুন: দৈনিক গড়ে ১ জন পড়ুয়া আত্মহত্যার শিকার! জানাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট

 

ভাইরাল হওয়া ভিডিওতে ওই যুবতী জানাচ্ছেন, বার বার লকডাউনের জেরে ঠিকমতো সবজি বিক্রিটাও করতে পারছেন না। আগের থেকে ক্রেতাও অনেক কম আসছে। এই লকডাউনে তিনি এবং তাঁর বন্ধুরা সবজি বিক্রি করতে বাধ্য হয়েছেন। কিন্তু সবজি বিক্রি করেও দিন চালানো তাঁদের জন্য মুশকিল হয়ে গিয়েছে। করোনার জেরে বাজারে ভিড় কমে গিয়েছে। তার মধ্যে পুরসভা অড-ইভেন (জোড়-বিজোড়) চালু করায় তাঁদের আরও সমস্যায় পড়তে হয়েছে। 
 

আরও পড়ুন: মাস্ক না পরায় গ্রেফতার দলিত যুবকের ‘হেফাজতে’ মৃত্যু, অন্য তত্ত্ব পুলিশের