হাঁটুর বয়সী তরুণীর গলায় দাদুর বয়সী পাত্রের বরমালা! রোষের মুখে বৃদ্ধ

হাঁটুর বয়সী তরুণীর গলায় দাদুর বয়সী পাত্রের বরমালা! রোষের মুখে বৃদ্ধ

মুম্বই:  প্রেম শোনে না কোনও মানা৷ ভালোবাসা যে অন্ধ! চিরকালই সে অবুঝ৷ জাতি-ধর্ম-বর্ণ কিংবা বয়সের বেড়াজালে ভালোবাসাকে আটকে রাখার সাধ্যি আছে কার। অসম বয়স বা ভিন্ন ধর্মে প্রেম বা বিয়ের খবর আমরা হামেশাই খুঁজে পাই। আবার সমাজের বিরুদ্ধে গিয়ে বিয়ের পিড়িতে বসার উদাহরণও ভূরি ভূরি।  নীতিপুলিশদের নজর গিয়ে পড়ল এমনই এক নবদম্পতির উপর৷ যাঁদের বিয়ে এক কথায় অসম। তাঁদের বিয়ের সেই ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের৷ 

আরও পড়ুন- মমতা ম্যাজিক? মেঘালয়ে বিজেপির থেকে বেশি আসন পেতে পারে তৃণমূল: সমীক্ষা

ভাইরাল হওয়া ওই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, হাসিমুখে দাদুর বয়সি এক বৃদ্ধর গলায় বরমালা পরিয়ে দিচ্ছেন এক তরুণী। ওই বৃদ্ধও হাসিমুখে সেরে ফেললেন মালাবদল। তরুণীর পরনে লাল রঙের লেহঙ্গা৷ পাত্র সেজেছেন সাদা পাঞ্জাবীতে৷ তার উপরে ঘিয়ে রঙের জহর কোট৷ দু’জনকে বেশ আপ্লুতই দেখাচ্ছিল৷ তবে ভিডিয়োটিতে কোনও শব্দ শোনা যায়নি৷ কারও কথাই কানে আসেনি। তবে এই বিয়ে যে উভয়ের মতেই হয়েছে, তা বেশ ভালই বোঝা যাচ্ছে। হাসিমুখে দেখা গিয়েছে নববধূকেও৷ মালাবদলের পর বেশ মাখোমাখো হয়ে ছবিও তোলেন নবদম্পতি৷ কিন্তু এই ঘটনাটি কোথাকার সে সম্পর্কে কিছু জানা যায়নি৷ 

নেটপাড়ায় দুই অসম বয়সী যুগলের বিয়ের ছবি দেখে এক জন ইউজার লিখেছেন, “অর্থের জোর, না ক্ষমতার!” অপর এক জনের বক্তব্য, “আমাকে কেউ একটু বিষ এনে দাও। আর কত কী যে দেখব।” এই ভিডিয়োর সত্যতা অবশ্য যাচাই করেনি আজবিকেল.কম৷ কেন এই অসম বিয়ে সে সম্পর্কেও কিছু জানা যায়নি৷ তবে অনেকেরই ধারণা বয়সের জোরেই হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করেছেন ওই বৃদ্ধ৷ 

‘89.70043016’ নামে একটি অ্যাকাউন্ট থেকে একজন ইউজার ইনস্টাগ্রামে ভিডিয়োটি শেয়ার করেছেন৷ যা এখন নেটপাড়ায় ভাইরাল৷ এই ভিডিয়োটি দেখার পর থেকেই নেটিজেনরা হাস্যকর মিমস বানাতে শুরু করেছেন৷ উঠেছে সমালোচনার ঝড়৷ অধিকাংশ নেটাগরিকই হাসি এবং কান্নার ইমোজি দিয়ে নিজেদের অভিমত জাহির করেছেন৷ তবে এমন অসম বিয়ে এই প্রথম নয়৷ এর আগেও এমন বিয়ের খবর প্রকাশ্যে এসেছে৷ গত বছর অগাস্ট মাসের ঘটনা৷ এক তরুণীকে বিয়ে করে উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন দাদুর বয়সী পাত্র৷  সেই ছবিও নেটপাড়ায় ভাইরাল হয়েছিল৷ 

কথায় বলে ‘পীরিতি কাঁঠালের আঠা,লাগলে পড়ে ছাড়ে না’। সে কথা সত্যি করেই অসম বিয়ের সাক্ষী থেকেছিল শহর ঢাকা৷  ৯০ বছরের এক বৃদ্ধ গত বছর বিয়ে করেন ৪০ বছরের কনেকে। সেই খবরেও শোরগোল পড়েছিল৷